২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে নভোযান পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
নভোযানের নাম রাখা হয়েছে আদিত্য-এল ১। সূর্যের নামের সঙ্গে মিল রেখেই এমন নামকরণ করা হয়েছে। সংস্কৃত ‘আদিত্য’ শব্দের অর্থ সূর্য। নভোযানটি পাঠানো হয়েছে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১ বা এল ১ বিন্দুতে। বিন্দুটি পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থিত। পৃথিবী থেকে দূরত্ব প্রায় ১৫ লাখ কিলোমিটার।
সূর্য নিয়ে বিজ্ঞানীরা অনেক দিন ধরেই গবেষণা করছেন। তবে এখনো সূর্যের সব রহস্য উন্মোচিত হয়নি। সৌরপৃষ্ঠের চেয়ে সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা কেন বেশি, তা এখনো নিশ্চিতভাবে জানেন না বিজ্ঞানীরা। সূর্যের করোনা অঞ্চল নিয়েও রয়েছে কিছু রহস্য। বিজ্ঞানীরা আশা করছেন, ভারতের এ নভোযানের মাধ্যমে কয়েক দশক ধরে চলা এসব রহস্যের জট কিছুটা খুলবে।