খাবারে ইঁদুর, জরুরি অবতরণে বাধ্য হলো বিমান

বিমানটিকে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করানো হয়।ছবি: বিবিসি

‘রেটাটুই’ (অনেকে উচ্চারণ করে রাটাটুলি) সিনেমাটি অনেকের প্রিয় অ্যানিমেশন সিনেমা। এই সিনেমায় একটি ইঁদুর একটি বিখ্যাত রেস্টুরেন্টে খাবার রান্না করে। যারা সিনেমাটি দেখোনি, তারা হয়তো বা রিলসের মাধ্যমে দেখেছ কীভাবে একটি ইঁদুর শেফের মাথার টুপির মধ্যে চুল টেনে নির্দেশনা দিয়ে রান্না করে। এখন অনেকে ভাবতে পারো, এই শিরোনামের সঙ্গে এই ঘটনার কী সম্পর্ক।

মূলত ঘটনাটি ঘটেছে ১৮ সেপ্টেম্বর। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের (এসএএস) একটি ফ্লাইটে মধ্য আকাশে যাত্রীদের খাবারের প্যাকেট সরবরাহ করছিলেন বিমানবালা। এক নারী যাত্রী তাঁর খাবার প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে একটি ইঁদুর বেরিয়ে আসে। এই কাণ্ডে নারী যাত্রী চমকে ওঠেন। ঘটনাটি বিমানবালা পাইলটদের জানান। পাইলটেরা বিমানটিকে দ্রুত জরুরি অবতরণ করান।

প্লেনটি নরওয়ে থেকে স্পেনে যাচ্ছিল। বিমানটিকে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করানো হয়। সেখান থেকে আরেকটি প্লেনে যাত্রীদের গন্ত্যব্যে পৌঁছে দেওয়া হয়। এসব তথ্য ওই ফ্লাইটে থাকা জার্ল বোরস্ট্যাড নামের একজন যাত্রী বিবিসিকে জানান। লোকটি বিমানে ওই নারীর পাশের সিটে বসা ছিলেন।

মিটফোর্ডের Ratatouille-র কুলখানি’ ইভেন্ট পেজের স্ক্রিনশট
ফেসবুক থেকে

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ এই ঘটনা নিয়ে মজার মজার মিম ও কমেন্ট করছেন। ফেসবুকে ‘মিটফোর্ডের Ratatouille-র কুলখানি’ নামে একটি ইভেন্ট পেজ খোলা হয়েছে। ইভেন্ট পেজটির ডেসক্রিপশনে লেখা হয়েছে, ‘আজ মিটফোর্ডের প্রিয় শেফ Ratatouille ডিমের তরকারিতে মৃত্যুবরণ করেছেন। আমরা তাঁর আত্মার শান্তি ও মুক্তি কামনা করছি।’ ইভেন্ট পেজটি খুলেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের একজন শিক্ষার্থী। অনেকে ইভেন্ট পেজে মন্তব্য করেছেন। কেউ জিজ্ঞেস করেছেন, কুলখানিতে তবারক কী দেওয়া হবে? কমেন্ট সেকশনে সবাই তাঁদের নিজস্ব মতামত দিচ্ছেন।

আরও পড়ুন

এক সপ্তাহ আগে এ রকম আরেকটি ঘটনা ঘটেছে। দক্ষিণ ইংল্যান্ডে একটি ট্রেনে দুটি কাঠবিড়ালি ঢুকে পড়েছিল। কাঠবিড়ালির কারণে ট্রেনটিকে জরুরিভাবে থামানো হয়। আসলে এসব প্রাণীকে ছোট ও নিরীহ মনে হলেও এরা ঝুঁকির কারণ হতে পারে। ইঁদুর খুব ছোট এবং গুরুত্বপূর্ণ তার ও বৈদ্যুতিক যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। যেমন ইঁদুর কাটাকাটিতে পটু। সহজেই বিমানের তার কেটে ফেলতে পারে। এ কারণে বিমানে ইঁদুর পরিবহনেও আছে কঠোর বিধিনিষেধ।

আরও পড়ুন