পৃথিবীতে ১৯৫টি দেশ আছে। সব দেশেরই এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা একটা থেকে অন্যটাকে আলাদা করে। সৌন্দর্যও তেমনি একটা বৈশিষ্ট্য। কখনো ভেবে দেখেছ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি? আসলে প্রশ্নটা ভাবলেও উত্তরটা এককথায় পাওয়া কঠিন। কারণ, সৌন্দর্য নির্ভর করে ব্যক্তিভেদে। কারও সাগর পছন্দ হতে পারে, আবার কারও পাহাড়। ফলে মানুষের পছন্দের এই ভিন্নতার কারণে নির্দিষ্ট একটা দেশকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশের তকমা দেওয়া কঠিন। তাই এই লেখায় আমরা তিন ধরনের সুন্দর দেশ দেখব। সবচেয়ে সুন্দর গ্রীষ্মমণ্ডলীয় দেশ, পাহাড়ি দেশ ও মরুভূমির দেশ। প্রথমে গ্রীষ্মমণ্ডলীয় দেশ দিয়েই শুরু করি।
গ্রীষ্মমণ্ডলীয় দেশ
দ্বীপ, সৈকত ও গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে যদি তোমার আগ্রহ থাকে, তাহলে এই দেশগুলো তোমার জন্য।
১. ইন্দোনেশিয়া
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া। ১৭ হাজারের বেশি দ্বীপ আছে এই দেশে। পাশাপাশি সুন্দর সৈকত ও গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের তো অভাব নেই। এ ছাড়া দেশটিতে রয়েছে বিস্তৃত বনাঞ্চল, উঁচু পাহাড় ও অসংখ্য দ্বীপ। এর মধ্যে বালি দ্বীপ সমুদ্রসৈকত ও প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত। কমোডো দ্বীপে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় টিকটিকি জাতীয় প্রাণী। পাশাপাশি ইন্দোনেশিয়ায় মাউন্ট মেরাপির মতো প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি আছে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান।
২. কোস্টারিকা
কোস্টারিকা দেশটি ছোট হলেও অত্যন্ত বৈচিত্র্যময়। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত সমৃদ্ধির জন্য বিখ্যাত। এ দেশে সবুজ অরণ্য ও সুন্দর সমুদ্রসৈকত রয়েছে। এখানে আছে আরেনাল ভলকানোর মতো সক্রিয় আগ্নেয়গিরি। বনাঞ্চলের মধ্যে অনিন্দ্য সুন্দর ঝরনাধারায় যেকোনো মানুষ মুগ্ধ হবেন। প্রায় পাঁচ লাখ প্রজাতির প্রাণী রয়েছে এ বনাঞ্চলে।
৩. থাইল্যান্ড
আতিথেয়তা ও রান্নার জন্য থাইল্যান্ড বেশ জনপ্রিয়। বাংলাদেশ থেকে দেশটি কাছে হওয়ায় প্রতিবছর অনেক বাংলাদেশি থাইল্যান্ডে ঘুরতে যান। ফি ফি দ্বীপপুঞ্জের দ্বীপগুলোতে ক্রিস্টাল স্বচ্ছ পানি, সাদা বালুর সমুদ্রসৈকত এবং চমৎকার চুনাপাথরের পাহাড়ের জন্য বিখ্যাত। চিয়াং মাইর আশপাশের এলাকা সবুজ পাহাড়, চা–বাগান ও ঐতিহ্যবাহী গ্রামগুলোর জন্য পরিচিত। এখানে হাঁটা ও ট্রেকিং করার জন্য চমৎকার জায়গা রয়েছে। এ ছাড়া কাও লাক, কাঞ্চনাবুরি ও পুকেটের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সবকিছু মিলিয়ে থাইল্যান্ড অত্যন্ত সুন্দর দেশ।
পাহাড়ি দেশ
বিশালাকার পর্বত, জলপ্রপাত ও বন্য প্রাণী নিয়ে বেশি আগ্রহ থাকলে যেতে পারো এসব দেশে।
১. সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম সুন্দর দেশ হিসেবে পরিচিত। প্রাকৃতিক দৃশ্য, উন্নত জীবনযাত্রা ও স্থাপত্যশৈলীর জন্য দেশটি বিখ্যাত। এ দেশে রয়েছে আল্পস পর্বতমালা। যে দিকে চোখ যায় যেন তুষারাবৃত চূড়া। জেনেভা হ্রদ, লুজার্ন হ্রদ ও জুরিখ হ্রদের মতো আরও অসংখ্য হ্রদ রয়েছে। সুইজারল্যান্ডের গ্রামের দৃশ্য খুবই মুগ্ধকর। সবুজ বনভূমি, গবাদিপশু চরানোর মাঠ ও শৃঙ্গমালার সৌন্দর্য তোমার মন ভালো করে দেবে।
২. পেরু
পেরুর নাম শুনলেই যেন প্রথম মাথায় আসে মাচুপিচুর কথা। আন্দিজ পর্বতের ওপর অবস্থিত এই শহর পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থান। পেরুর প্রাচীন রাজধানী কুজকো তার ঐতিহাসিক স্থাপত্য ও সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত নাব্য হ্রদ লেক টিটিকাকা। হ্রদের ওপর ভাসমান দ্বীপ এবং সেখানে বসবাসকারী উরু জনগোষ্ঠীর জীবনযাত্রাও মুগ্ধকর। তা ছাড়া আমাজন রেইনফরেস্ট তো রয়েছেই।
৩. নেপাল
পৃথিবীর সবচেয়ে উঁচু তিনটি পাহাড়ের মধ্যে নেপালে রয়েছে দুটি—মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা। এ দুটির ব্যাপারে তো আলাদাভাবে কিছু বলার নেই। তোমরা সবাই কমবেশি জানো। এগুলোর বাইরেও আছে পোখারা, যা সুন্দর হ্রদ ও পাহাড়ি দৃশ্যের জন্য পরিচিত। চিত্তাগ শ্বসুতি ন্যাশনাল সাফারি পার্কে রয়েছে বেঙ্গল টাইগার ও একশিঙা গন্ডার। লুম্বিনিতে রয়েছে অসংখ্য মন্দির ও স্থাপত্যকীর্তি। বুদ্ধের জন্মস্থান এই শহর।
মরুভূমির দেশ
মরুভূমি মানেই চারদিকে শুধু বালু আর বালু। তবে সেই বালুর মধ্যেও আছে সৌন্দর্য। মিসর তার সবচেয়ে বড় প্রমাণ।
১. মিসর
পিরামিডের কারণে মিসর এত জনপ্রিয় যে দেশটির অন্যান্য স্থাপত্যের কথা মানুষ ভুলে যান। মিসরের সবচেয়ে বিখ্যাত স্থাপনা যে পিরামিড, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বের অন্যতম প্রাচীন ও বিস্ময়কর স্থাপত্য পিরামিড অব গিজা। মিসরের ইতিহাস ও সংস্কৃতির অন্যতম প্রতীক এটি। তবে মিসরেই আছে পৃথিবীর দীর্ঘতম নীল নদ। এ ছাড়া প্রাচীন থিবস শহরে অবস্থিত লুক্সর ও কার্নার্ক মন্দিরগুলো মিসরের ঐতিহাসিক স্থাপত্য এবং ধর্মীয় সংস্কৃতির প্রমাণ হিসেবে আজও মাথা উঁচু করে রয়েছে। আর সঙ্গে সাহারা মরুভূমির বিস্তীর্ণ বালুকাময় ভূখণ্ড ও ঐতিহ্যবাহী বেদুইন সংস্কৃতি তো রয়েছেই।
২. অস্ট্রেলিয়া
পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় রয়েছে। এখানে আছে অসংখ্য সামুদ্রিক জীববৈচিত্র্যের আবাসস্থল। এটি স্কুবা ডাইভিংয়ের আদর্শ স্থান। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় অঞ্চলে বিস্তৃত বিশাল মরুভূমি আউটব্যাক। এ ছাড়া অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অংশে রয়েছে দ্য ডান্ডিস রেইনফরেস্ট। এর মেঘলা বনভূমি, জঙ্গল ও জলপ্রপাত সত্যিই মনোমুগ্ধকর। এ ছাড়া তাসমানিয়া নামে একটি দ্বীপরাজ্য রয়েছে, যেখানে হাইকিং ও ক্যাম্পিং করার উপযুক্ত জায়গা।
৩. মঙ্গোলিয়া
প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহ্যবাহী যাযাবর সংস্কৃতির জন্য মঙ্গোলিয়া বেশ পরিচিত। মঙ্গোলিয়ার দক্ষিণে রয়েছে বিশাল গোবি মরুভূমি। মঙ্গোলিয়ার উত্তরে অবস্থিত খুভসগুল লেক বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ ও স্বচ্ছ হ্রদগুলোর মধ্যে একটি। দেশটির পশ্চিমে রয়েছে আলতাই পর্বতমালা। মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালাও বেশ বিখ্যাত। কারণ, অনেকে মনে করেন এই পাহাড়ের ওপর লুকানো আছে চেঙ্গিস খানের কবর। কিন্তু এ কবর নিয়ে আজও কোনো সত্যতা পাওয়া যায়নি। চেঙ্গিস খানের সমাধি এখনো একটা রহস্য। কেউ জানে না, তাঁর কবর কোথায় রয়েছে।
সূত্র: হাউ স্টাফস ওয়ার্কস