প্রাণীরা যেসব যন্ত্র ব্যবহার করে

ক্যাপুচিন বানর বাদাম ফাটানোর জন্য হাতুড়ির মতো পাথর ও কাঠের টুকরা ব্যবহার করেছবি: আর্থ ডট কম

আমাদের কাজ সহজ করে বিভিন্ন যন্ত্রপাতি। এসব ব্যবহার করে আমরা জীবনকে সহজ করে তুলি। যেমন কাঠ জোড়া দেওয়ার জন্য হাতুড়ি দিয়ে পেরেক ঠুকি। হাত দিয়ে পেরেক ঠুকতে গেলে কাঠ তো জোড়া লাগত না, আবার আমরা হাতেও ব্যথা পেতাম। হাতুড়ি ব্যবহার করায় আমাদের হাতের শক্তি দিয়ে আমরা বহুগুণ চাপ প্রয়োগ করতে পারি। এ রকম অনেক উদাহরণ আছে। যেমন ছবি আঁকার জন্য আমরা ফোনে সফটওয়্যার ব্যবহার করি। ব্যবহার করি সামাজিক যোগাযোগমাধ্যম, ই–মেইল, ক্যালেন্ডার, ম্যাপ, পেমেন্ট সিস্টেম ইত্যাদি। আজব ব্যাপার হলো, কিছু কিছু প্রাণীও এ রকম নানা ধরনের জিনিস ব্যবহার করে। খাদ্য জোগাড় করা কিংবা চলাচলের জন্য মূলত এসব জিনিসপত্র ব্যবহার করে প্রাণীরা।

কাকের গল্প তো সবারই জানা। বোতল থেকে পানি খাওয়ার জন্য কাক যে পাথর ব্যবহার করে, এ রকম ভিডিও পাওয়া যায়। সাধারণত এসব কাককে প্রশিক্ষণ দেওয়া হয়। বোতলে পানির উচ্চতা বৃদ্ধির জন্য পাথর ঢুকিয়ে পানি পান করে কাক। তবে প্রকৃতিতে বা বনজ পরিবেশে বিভিন্ন প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীকে নানা ধরনের যন্ত্র ব্যবহার করতে দেখা গেছে।

বোতল থেকে পানি খাওয়ার জন্য কাক পাথর ব্যবহার করে

কিছু প্রাইমেট প্রজাতির একটি বিস্ময়কর ক্ষমতা দেখা গেছে। সামুদ্রিক ভোদর ঝিনুক বা ঝিনুকজাতীয় প্রাণীর শেল খোলার জন্য পাথর ব্যবহার করে। উল্টো হয়ে ভেসে বুকের ওপর ঝিনুক রেখে পাথর দিয়ে খোলস ভাঙে তারা।

কৌতুকপূর্ণ এবং ব্যতিক্রম দক্ষতার জন্য বানর আমাদের কাছে পরিচিত। বিজ্ঞানীরা ক্যাপুচিন বানর, লম্বা লেজযুক্ত ম্যাকাকসহ অসংখ্য প্রাইমেট প্রজাতি পর্যবেক্ষণ করেছেন, যন্ত্র নির্বাচনের ক্ষেত্রে এরা অসাধারণ বুদ্ধিমত্তা প্রদর্শন করে। তারা সাবধানে শক্ত খোলসের জন্য উপযুক্ত যন্ত্র বেছে নেয়। উদাহরণস্বরূপ, তারা শক্ত খোলস ভাঙার জন্য পাথর ব্যবহার করতে পারে।

অন্যদিকে কিছু শিম্পাঞ্জি বাদাম ফাটানোর জন্য হাতুড়ির মতো পাথর ও কাঠের টুকর ব্যবহার করে। গাছের গর্ত থেকে পিঁপড়া বের করে খায় এক প্রজাতির শিম্পাঞ্জি। গাছে ছোট ডাল ভেঙে ব্যবহার করে পিঁপড়া টেনে আনে। এ ছাড়া তারা পাতা দিয়ে নিজেদের পরিষ্কার করতে পারে বা গাছের গর্ত থেকে পান করার জন্য পাতার বান্ডিল ব্যবহার করতে পারে। কিছু শিম্পাঞ্জি লাঠি ব্যবহার করে উচ্চতা ও দূরত্ব মাপতে পারে। প্রাণীদের মধ্যে এমন আজব কাণ্ড তাদের বুদ্ধিমত্তা নির্দেশ করে।