মুখে মুখে হিসাব শেখার বই
বই: ঝটপট গণিত: সহজ কলাকৌশল | লেখক: কাজী আকাশ | দাম: ৩০০ টাকা | প্রকাশক: প্রথমা
তেল-চাল-ডাল বিক্রি করেন যিনি, তাঁকে বলে মুদি দোকানি। মুদির দোকান থেকে কয়েকটি জিনিস কিনে যদি বিল দিতে যাও, দেখবে, দোকানি মুহূর্তেই মুখে মুখে হিসাব কষে বলে দিতে পারে, বিল কত হয়েছে। রেস্টুরেন্টের ওয়েটার বা এরকম অন্য অনেক জায়গায় বাজার করলে দেখবে ঠিক একই ঘটনা ঘটছে। এরা দ্রুত হিসাব করে বলে দিতে পারে কত টাকা দিতে হবে, কত ফেরত পাবে ইত্যাদি।
তাহলে একটু ভেবে দেখো, সামান্য কয়েকটা সংখ্যা নিয়ে একসঙ্গে হিসাব কষতে গেলে আমাদের মাথায় জট পাকিয়ে যায়। অবেচতনে আমরা হাত বাড়াই ক্যালকুলেটরের দিকে। কেউ কেউ স্মার্টফোনের ক্যালকুলেটর অ্যাপটা বের করি, কিংবা কেউ কেউ ক্যালকুলেটর নিয়ে বসি।
মুখে মুখে সংখ্যার হিসাবের এই সমস্যা সমাধানে লেখক কাজী আকাশ একটা সমাধান নিয়ে এসেছেন ক্লাসের অঙ্ক কিংবা মুখে মুখে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে হলে এই বই হতে পারে সমাধান। এই বইয়ে গণিতের কিছু কৌশল দেওয়া আছে, যেগুলো শিখে নিলে খাতায় আর রাফ করে বা ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করতে হবে না। এই বইয়ে এমন কিছু সূত্র দেওয়া আছে, যা শিখলে ক্যালকুলেটরের মতো দ্রুত সেসব গুণ, ভাগ নিজে করতে পারবে।
এই বই থেকে তুমি গণিতের আনন্দটুকু যেমন পাবে, একইভাবে তোমার মাথা খুলবে। বারবার অনুশীলন করতে গিয়ে আরও ধারালো হবে তোমার চিন্তাশক্তি। তোমার গণিতভীতি থাকলে তা দূর করতে সাহায্য করবে। চাকরির পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। এ রকম শিক্ষার্থীদের জন্যও বইটি সহায়ক হবে।
বইটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে মাত্র ৩০ দিনে সবাই এটা পড়ে শেষ করতে পারবে। প্রতিদিন মাত্র দুটি করে টিপস শিখতে হবে সে জন্য। প্রতিদিনের প্রতিটি টিপসের পরে রয়েছে অনুশীলন। সেগুলো সমাধান করে করে পরের দিনের টিপসে যেতে হবে। এভাবে প্রতিদিনের কাজ শেষ করে এগোলে যেকোনো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ তুমি সমাধান করতে পারবে চোখের নিমেষে।