তিমি এক আশ্চর্য প্রাণী। মাছ বলে তিমিকে ভুল করো না কিন্তু। এটা একটা স্তন্যপায়ী প্রাণী। এরাও বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে দুধ খাওয়ায়। তবে নতুন তথ্য হচ্ছে, তিমি গান গাইতে পারে। আর এ বিষয়টি নিয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের গবেষকেরা।
তিমি যে গান গাইতে পারে, তা বিজ্ঞানীরা আগেও জানতেন। কিন্তু কীভাবে গান গাইত, তা জানা ছিল না। সেই রহস্যই এখন উন্মোচিত হয়েছে। এ জন্য গবেষকেরা হ্যাম্পব্যাক ও বালিন তিমি নিয়ে গবেষণা করেছেন। দেখা গেছে, বালিন তিমিরা পানির নিচে প্রায় ৩০০ হার্জ পর্যন্ত স্বল্প ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে। জাহাজের শব্দের ফ্রিকোয়েন্সি প্রায় এর কাছাকাছি। অনেক সময় জাহাজের শব্দের সঙ্গে তিমির এ শব্দ মিলে যায়। তখন তিমিদের যোগাযোগে সমস্যা হয়।
তিমির স্বরযন্ত্রে ইংরেজি অক্ষর ইউ (U)–এর মতো একটি কাঠামো আছে। এটি চর্বির একটি স্তর। এ ধরনের কাঠামোর কারণে বায়ু পুনর্ব্যবহার করে গান গাইতে পারে বালিন তিমি। এরা আকারে প্রায় ২০ ফুট এবং ওজন ৩ হাজার কেজি পর্যন্ত হতে পারে।