টিকটিকির লেজ আবার বড় হয় কেন?
টিকটিকির লেজ কাটা পড়লে লেজ আবার বড় হয়ে যায় কেন?
লেজ আবার না গজালে তো আমরা তাকে ‘লেজকাটা টিকটিকি’ বলে ভেংচি কাটতাম, আর সে বেচারা লজ্জায় মরে যেত। টিকটিকিসমাজে তার চলাফেরা মুশকিল হয়ে যেত। তাই সে তাড়াতাড়ি লেজ বড় করে নেয়, তাই না?
কিন্তু আসলে তো টিকটিকি আমাদের ভাষা বোঝে না। কারও টিটকারিতে লজ্জা পাওয়ার প্রশ্নও ওঠে না। লেজটা হলো তার আত্মরক্ষার উপায়। সাপ, ব্যাঙ বা অন্য কোনো প্রাণী তাকে খাওয়ার জন্য আক্রমণ করলেই সে লেজ ফেলে পালায়। ওরা লেজ খেতে পেয়েই খুশি থাকে আর টিকটিকি প্রাণ বাঁচিয়ে মনের আনন্দে ঘুরে বেড়ায়। কিন্তু আবার যদি কেউ খেতে আসে তখন বাঁচবে কী করে? লেজই যদি না থাকে, তাহলে কী ফেলে পালাবে? তাই সে তার নিজের টিকে থাকার জন্যই লেজ আবার বড় করে। লেজ খসে ফেলার কাজটি মুহূর্তের মধ্যেই করতে হয়, না হলে শত্রুর হাত থেকে বাঁচা মুশকিল। তারপর আবার লেজ গজাতে একটু কষ্ট হয় বটে। কিন্তু ওই লেজ ছাড়া টিকটিকির আত্মরক্ষার আর কোনো উপায় তো নেই। তাই কত তাড়াতাড়ি লেজ বড় করতে পারে, তার ওপরই নির্ভর করে তার বাঁচা-মরা।