ডিমের শক্তি

ডিমছবি: পেকজেলসডটকম

ডিমের শক্তি

একটি বিল্ডিংয়ের মূল ভিত্তি গম্বুজ বা পিলার কতটা গুরুত্বপূর্ণ, তা তোমরা সবাই জানো। সম্পূর্ণ বিল্ডিং দাঁড়িয়ে থাকে এই পিলারের ওপর। তোমার পড়ার টেবিলের কথাও কল্পনা করতে পারো। টেবিলের চারটা পায়া সম্পূর্ণ টেবিল ও বই-খাতার ভর বহন করে। যা-ই হোক, এবার চলো ডিমের শক্তি পরীক্ষা করে দেখা যাক।

যা যা লাগবে

• চারটা ডিম

• স্বচ্ছ টেপ

• পেনসিল

• কাঁচি

• ভারী বইয়ের স্তূপ

প্রথম ধাপ

ডিমের সুচালো অংশ কোনো শক্ত পৃষ্ঠে হালকা আঘাত করো, যাতে ডিমের ওপরের শক্ত আবরণটা ভেঙে যায়। এবার ডিমের ভেতরের অংশ খোলস থেকে বের করে দাও। অর্থাৎ শুধু ডিমের খোসাটা থাকবে।

দ্বিতীয় ধাপ

ডিম
ছবি: ইনস্টাগ্রাম

ডিমের খোসার ঠিক মাঝামাঝি টেপ লাগাও। টেপ এমনভাবে প্যাঁচাতে হবে, যাতে ওপরের ছবির মতো দুই টেপের মধ্যে হালকা ফাঁকা জায়গা থাকে। এবার নিজে বা বড় কারও সাহায্য নিয়ে খোসাটি দুই টেপের মাঝামাঝি কেটে ফেলো। সাবধান, যেন ভেঙে না যায়!

তৃতীয় ধাপ

ওপরের দুটি ধাপ ঠিকভাবে সম্পন্ন করলে ছবিটির মতো অর্ধেক ডিমের খোসা পাবে। ভালো করে লক্ষ করো, ডিমের চারপাশে সমান আছে কি না। সমান না থাকলে কাঁচি দিয়ে আবার কেটে সমান করো। এবার একই রকম আরও তিনটি ডিমের খোসা বানাও।

চতুর্থ ধাপ

এবার তোমার কাছে নিশ্চয়ই ও রকম চারটা ডিমের খোসা হয়েছে। সেগুলো আয়তাকারভাবে বসাও। মানে তোমার একটি বইয়ের নিচের চার কোণে চারটা খোলস রাখো। এরপর ওপরের ছবির মতো বইয়ের ওপর আরও বই রাখতে পারো। বলতে পারো, ডিমের খোসা ভাঙার আগে তুমি কতগুলো বই রাখতে পারবে? নিজেই চেষ্টা করে দেখো। তবে এই পরীক্ষা করতে গিয়ে ডিম ভাঙার অপরাধে আম্মুর বকুনি খেলে কিন্তু সে দোষ আমার নয়!