আলাস্কায় বিমান দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু
০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আলাস্কার নোম শহরে একটি বিমান নিখোঁজ হয়। আলাস্কায় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার আলাস্কার পশ্চিম উপকূলের কাছে বিধ্বস্ত বিমানের বিকৃত ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানের ভেতরে ছিল ১০টি মৃতদেহ।
কোস্ট গার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুষারে ঢাকা বিধ্বস্ত বিমানের একটি ছবি প্রকাশ করেছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, এটি পাওয়া গেছে আলাস্কার নোম শহরের দক্ষিণ-পূর্বে ৩৪ মাইল দূরে। কোস্ট গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার মাইক সালারনো বলেছেন, বিমানে থাকা ১০ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, বিমানটি বেরিং এয়ার ফ্লাইট ৪৪৫-এর বিবরণের সঙ্গে মিলে গেছে। বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২:৪০-এ আলাস্কার উনালাক্লিট শহর থেকে উড্ডয়ন করেছিল। এরপর নোমে অবতরণের নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট বেঞ্জামিন ম্যাকইনটাইয়ার-কোবলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাডার বিশ্লেষণে দেখা গেছে, বেরিং ফ্লাইটটি ছিল একটি সেসনা ২০৮ কারাভ্যান। বিমানটি হঠাৎ উঁচু থেকে নেমে আসে এবং সঙ্গে সঙ্গে এর গতি কমে যায়।
বেরিং এয়ারের পরিচালনাকারী পরিচালক ডেভিড ওলসন জানিয়েছেন, পাইলটসহ ৯ জন যাত্রী ছিলেন বিমানে। বেরিং এয়ারের কারাভ্যান মডেলের বিমানগুলো সর্বোচ্চ ৯ জন যাত্রী বহন করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, রাডারে বিমানটির অবস্থান হারিয়ে যাওয়ার সময় এটি উপকূল থেকে ১২ মাইল দূরে ছিল। আলাস্কার স্টেট ট্রুপাররা জানিয়েছে, নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরও বিমানটি গন্তব্যে না পৌঁছানোয় একে ‘বিলম্বিত’ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) স্থানীয় সময় বিকেল ৩:২০ নাগাদ অনুসন্ধান ও উদ্ধার বিজ্ঞপ্তি প্রকাশ করে।
শুক্রবার নোম স্বেচ্ছাসেবী ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিমানে থাকা সব আরোহীর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলের আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় দৃশ্যমানতা কম ছিল। স্থানীয় বাসিন্দাদের নিজেদের উদ্যোগে অনুসন্ধান পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছিল। বিমানটি নিখোঁজ হওয়ার আগে পাইলট অ্যাঙ্কোরেজের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন, তিনি নোম বিমানবন্দরের রানওয়ে পরিষ্কার না হওয়া পর্যন্ত একটি ‘হোল্ডিং প্যাটার্ন’-এ থাকার পরিকল্পনা করেছেন।
আলাস্কার পরিবহণ বিভাগ জানিয়েছে, নোম বিমানবন্দরের রানওয়েটি বৃহস্পতিবার পুরো সময় ধরে খোলা ছিল, যেখানে বিমানটি অবতরণের চেষ্টা করছিল। পরিবহণ বিভাগের মুখপাত্র ড্যানিয়েল টেসেন জানিয়েছেন, রানওয়েটি বরফমুক্ত করতে রক্ষণাবেক্ষণ কর্মীরা কাজ করেছিলেন। তিনি আরও জানান, ‘উনালাক্লিট থেকে নোমের মধ্যবর্তী অঞ্চলে তুষারপাত, কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার মতো আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছিল।’
পরিবহণ বিভাগের তথ্য অনুযায়ী, আলাস্কার ৮০ শতাংশের বেশি জনপদ সড়কপথে সংযুক্ত নয়। তাই বেরিং এয়ারের মতো আঞ্চলিক এয়ারলাইনগুলোর মাধ্যমে বিমান সংযোগ এখানকার যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিমানগুলো জ্বালানি ও খাদ্যের মতো প্রয়োজনীয় সরবরাহ পৌঁছে দেয়।
বেরিং এয়ারের প্রধান কার্যালয় নোমে অবস্থিত। এর শাখা রয়েছে কোতজেবু ও উনালাক্লিটে। এই সংস্থাটি ৩২টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে বলে তাদের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। নোম শহরে বাস করে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। আর উনালাক্লিটে জনসংখ্যা প্রায় আট হাজার।
সূত্র: নিউইয়র্ক টাইমস