যুক্তরাষ্ট্রে হারিয়ে যাওয়া কন্যাশিশু ২৫ বছর পর মেক্সিকোতে উদ্ধার
১৯৯৯ সালের অক্টোবর মাসের ঘটনা। তখন অ্যান্ড্রিয়া মিশেল রেয়েসের বয়স ছিল মাত্র দুই বছর। একদিন রেয়েসের মা রোসা টেনোরিও রেয়েসকে নিয়ে যুক্তরাষ্ট্রের কানেটিকাট থেকে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের নিউ হেভেনের পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সে সময় রেয়েসের আইনি অভিভাবক ছিলেন তার বাবা। রেয়েসের হেফাজতের অধিকার মায়ের ছিল না।
নিউ হেভেন পুলিশ ও এফবিআই টেনোরিওর বিরুদ্ধে ফৌজদারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। কারণ সন্দেহ করা হচ্ছিল, তিনি নিজের কন্যাকে নিয়ে মেক্সিকোতে পালিয়ে গেছেন। অ্যান্ড্রিয়ার বাবা কয়েকবার মেক্সিকো ভ্রমণ করে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাননি।
এই নিখোঁজ সংক্রান্ত মামলা অনেক বছর অমীমাংসিত ছিল। তবে ২০২৩ সালে একজন গোয়েন্দা তদন্তটি পুনরায় শুরু করে। সাক্ষাৎকার, সার্চ ওয়ারেন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মিশেল ব্যবহার করে গোয়েন্দা কেলিন নিবাকফ নিশ্চিত করেন, রেয়েস মেক্সিকোর পুয়েবলা শহরে বসবাস করছেন। এই শহরে ১০ লাখের বেশি মানুষ বসবাস করে।
উন্নত ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে, রেয়েস ও তাঁর বাবার ডিএনএ-তে মিল রয়েছে। দীর্ঘ ২৫ বছর পর অবশেষে বাবা-মেয়ের পুনর্মিলন সম্ভব হয়েছে। ডিএনএ পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ওথ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বছরের পর বছর ধরে অ্যান্ড্রিয়ার বাবা তাঁকে খুঁজেছেন, কিন্তু তিনি কখনো মেয়ের বা মায়ের কাছ থেকে কোনো খবর পাননি।’
এই ঘটনা আমাদের অফিসার ও গোয়েন্দাদের কঠোর পরিশ্রমের ফসল। কোনো মামলার তদন্ত যখন স্থগিত হয়ে যায়, তখনও আমরা তা পুরোপুরি বন্ধ করি না।নিউ হেভেন পুলিশের প্রধান কার্ল জেকবসন
রেয়েসের শনাক্তকরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটি একটি উদ্যোগের অংশ, যার মাধ্যমে ৫০০টিরও বেশি শিশু বিষয়ক মামলার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এই মামলাগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিখোঁজ ও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত আছে বলে ওথ্রাম জানিয়েছে।
নিউ হেভেন পুলিশের প্রধান কার্ল জেকবসন বলেছেন, ‘এই ঘটনা আমাদের অফিসার ও গোয়েন্দাদের কঠোর পরিশ্রমের ফসল। কোনো মামলার তদন্ত যখন স্থগিত হয়ে যায়, তখনও আমরা তা পুরোপুরি বন্ধ করি না।’
ওথ্রামের মতে, বর্তমানে ২৭ বছর বয়সী রেয়েস মেক্সিকোর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, টেনোরিওর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি যুক্তরাষ্ট্রে এখনো কার্যকর রয়েছে। তারা বিশ্বাস করেন, অপহরণের সন্দেহভাজন টেনোরিও এখনও মেক্সিকোতেই অবস্থান করছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান