টেকসই ভবিষ্যতের খোঁজে কর্মশালা

‘সাসটেইনোভেট ১.০’ আয়োজন করা হয়েছে টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার লক্ষ্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও পরিবেশবাদী সংগঠন আর্থস অ্যান্টসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সাসটেইনোভেট ১.০’। এ আয়োজনে টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় উদ্ভাবনী সমাধান খুঁজতে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্ভাবক ও গবেষকেরা অংশগ্রহণ করেন। এ আয়োজনের মূল লক্ষ্য, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই প্রযুক্তি ও সমাধান উদ্ভাবনের নতুন পথ খোঁজার মাধ্যমে পরিবেশ রক্ষার নতুন পথ খুঁজে বের করা।

চার দিনব্যাপী এ আয়োজনে প্রতিযোগিতা, কর্মশালা, প্রদর্শনী ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার অফলাইন পর্বে শতাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই করা ৩৫টি দল পরিবেশবান্ধব ও টেকসই সমাধান উপস্থাপন করে। এ প্রতিযোগিতায় তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

‘সাসটেইনোভেট ১.০’-তে ১০ ফেব্রুয়ারি ছিল অফলাইন কর্মশালা ও বুটক্যাম্প। ২০ ফেব্রুয়ারি অফলাইনে অনুষ্ঠিত হয় প্রেজেন্টেশন রাউন্ড। ২১ ফেব্রুয়ারি কার্জন হলে বিশেষ স্টল প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা তাঁদের পরিবেশবান্ধব পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেন। ২২ ফেব্রুয়ারি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ও সামিটে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও পরিবেশবিদেরা।

সাসটেইনোভেট সিজন ১.০ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি গ্লোবাল মুভমেন্ট; যেখানে পরিবেশ, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন একসঙ্গে পথচলা শুরু করেছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ পরিবেশগত সমস্যার কার্যকর সমাধান এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আয়োজনের ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।

কিআ প্রতিবেদক

আরও পড়ুন