টেসলা ব্যবহারকারীদের জন্য সুখবর

গত বছর টেসলার অর্ডার কমেছে ১০ পার্সেন্ট।ছবি: নিউইয়র্ক টাইমস

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নাম প্রযুক্তি থেকে রাজনীতি, সবখানেই শোনা যায়। তিনি উদ্ভাবনী চিন্তাভাবনা আর সাহসী ব্যবসায়িক উদ্যোগের জন্য সবার কাছে পরিচিত। মাস্কের আছে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠাতা। তিনি বিভিন্ন কোম্পানির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা। বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা, মহাকাশযান ও রকেট প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্স, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (যা আগে টুইটার নামে পরিচিত ছিল), টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানি, মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনকারী প্রতিষ্ঠান নিউরালিংক, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংকসহ আরও অনেক কোম্পানির স্বত্বাধিকারী ইলন মাস্ক।

এতকিছুর পর তিনি এখন চালু করছেন রেট্রো-ফুটুরিস্টিক ডাইনার নামে এক রেস্তোরাঁ। এই রেস্তোরাঁটি প্রচলিত ডিনার রেস্তোরাঁর মতো হবে না। এখানে টেসলা ব্যবহারকারীরা খাবার খেতে পারবেন। গাড়ি চার্জিংয়ের সময় আউটডোর থিয়েটার স্ক্রিনে সিনেমা দেখতে পারবেন। অর্থাৎ গাড়ি চার্জে দিয়ে গাড়িতে বসেই বিশাল পর্দায় সিনেমা দেখতে পারবেন টেসলা ব্যবহারকারীরা। সঙ্গে থাকবে পছন্দের খাবার। যা ২৪ ঘণ্টা খোলা থাকবে।

আরও পড়ুন

রেট্রো-ফিউচারিস্টিক ডিনার রেস্তোরাঁটি লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা বুলেভার্ডে নির্মাণ করা হয়েছে। রেস্টুরেন্টটা দেখতেও বেশ অত্যাধুনিক। এতে ভিনটেজ স্টাইলের ছোঁয়া থাকবে। অনেকের কাছে এটি ১৯৫০-এর দশকের ড্রাইভ-ইন সিনেমা। মূলত ডাইনারটি টেসলার ব্র্যান্ডিংয়ের একটি অংশ। এখানে টেসলার বৈদ্যুতিক গাড়ি ও চার্জিং স্টেশনগুলোর কেন্দ্র করে বানানো হয়েছে।

টেসলা শহরে একটি বিশেষ রেস্তোরাঁ (ডাইনার) তৈরি করা হচ্ছে
ছবি: নিউইয়র্ক টাইমস

রেট্রো-ফিউচারিস্টিক ডাইনারের উদ্বোধনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই এটা চালু হবে। রেস্টুরেন্টটা দেখেই বোঝা যায়, এখানে মাস্কের চিন্তাভাবনার ছাপ রয়েছে। ২০২৩ সালে, ইলন মাস্ক এক্স (টুইটার) এ একটি পোস্ট করে জানান, টেসলা শহরে একটি বিশেষ রেস্তোরাঁ (ডিনার) তৈরি করা হবে। যার বাস্তব রূপ এই রেট্রো-ফিউচারিস্টিক ডাইনার।

আরও পড়ুন

ইলন মাস্ক প্রায়ই পুরানো জিনিসকে নতুন করে তৈরি করতে চান। এবারও তিনি তাই করছেন। বৈদ্যুতিক গাড়ির যুগে গ্যাস স্টেশনের পাশে যে ডিনার রেস্তোরাঁগুলো থাকে, সেগুলোকে তিনি নতুন রূপ দিতে চেয়েছেন। কারণ, বৈদ্যুতিক গাড়ি চার্জ হতে অনেক সময় লাগে। রেস্তোরাঁটি আধুনিক প্রযুক্তি ও মজার ডিজাইনে তৈরি হলে মানুষকে আকর্ষণ করবে।

মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রজুড়ে
ছবি: নিউইয়র্ক টাইমস

মাস্কের এই নতুন উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে। কেউ বলছেন, মাস্কের জন্য এখন এটি একটি ঝুঁকিপূর্ণ উদ্যোগ হতে পারে। যা সফল নাও হতে পারে। লস অ্যাঞ্জেলেস এবং অন্যান্য শহরে টেসলা কোম্পানির দোকানের সামনে ইলন মাস্কের বিরুদ্ধে প্রতি সপ্তাহে মানুষজন প্রতিবাদ করছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেউ টেসলার জিনিসপত্র ভাঙচুর করলে, তাকে দেশের ভেতরের সন্ত্রাসী হিসেবে ধরা হবে। মাত্র তিন মাসে মাস্কের প্রধান কোম্পানি টেসলার বাজারমূল্য কমেছে ৭৬৩ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, অটোমোটিভ শিল্পের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এখন দেখা যাক মাস্ক তাঁর ব্যবসায় আগের অবস্থানে ফিরতে পারেন কি না। 

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ইকোনমিক টাইমস

আরও পড়ুন