ভোরে আকাশে দেখা যাবে স্মাইলি ফেস

শিল্পীর কল্পনায় চাঁদ, শুক্র ও শনি গ্রহ মিলে স্মাইলি ফেস বা হাসিমুখছবি: গেটি ইমেজেস

এই শুক্রবার, ২৫ এপ্রিল ভোরে আকাশে দেখা যাবে একটি বিরল স্মাইলি ফেস বা হাসিমুখ। আমাদের সৌরজগতের দুইটি গ্রহ এবং চাঁদের অবস্থান মিলে তৈরি হবে এমন এক স্মাইলি, যা দেখে মনে হবে আকাশে বুঝি চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। ঠিক কীভাবে এই হাসিমুখের আকারটি গঠিত হবে, সেটা এই লেখা থেকে বুঝে নাও।

হাসিমুখটি তৈরি হবে শুক্র গ্রহ, শনি গ্রহ এবং সরু বাঁকা চাঁদ নির্দিষ্ট জায়গায় থাকবে। আগেই বলেছি, এরা এমন অবস্থানে থাকবে, যা দেখতে হাসিমুখের মতো লাগবে। তবে মুখটি হবে এক পাশে ঘোরানো। একটি হাসিমুখকে যদি ৯০ ডিগ্রি কোণে ডানদিকে ঘুরিয়ে দেওয়া হয়, তখন যেমন দেখতে লাগবে, এই গ্রহ ও চাঁদের বিন্যাসটা ঠিক তেমন হবে।

সরু বাঁকা চাঁদটা হবে মুখের হাসির অংশ। শুক্র গ্রহ হবে মুখের ডান দিকের চোখ, আর শনি গ্রহ হবে বাঁ দিকের চোখ।

সতর্কতা: সূর্যের দিকে খালি চোখে সরাসরি তাকাবে না। অবশ্যই দূরবীন বা টেলিস্কোপ দিয়ে শুক্র, চাঁদ বা শনিকে দেখার চেষ্টা করবে না, কারণ এরা তখন সূর্যের খুব কাছে থাকবে।

প্রচ্ছদের কাল্পনিক ছবিতে দেখানো হয়েছে এটি দেখতে কেমন হবে। যদি তুমি ডানদিকে মাথা হেলাও, তাহলে বুঝতে পারবে কীভাবে শুক্র, শনি ও চাঁদ মিলে একটি হাসিমুখের মতো প্যাটার্ন তৈরি করবে।

খালি চোখে একে শনাক্ত করা কঠিন হবে
ছবি: নাসা

চাঁদের কাছাকাছি প্রায়ই কোনো না কোনো গ্রহকে দেখা যায়। আকাশে চাঁদের খুব কাছে একটি গ্রহ থাকলে তাকে বলা হয় 'কনজাংকশন' বা সংযোগ। যখন চাঁদের কাছে দুই বা তার বেশি গ্রহ একসঙ্গে থাকে, তখন তাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলে ‘ম্যাসিং’।

২৫ মে শুক্রবার রাতে খোলা আকাশের দিকে তাকিয়ে আমাদের সৌরজগতের বিশেষ এই ঘটনা তথা হাসিমুখের সাক্ষী হতে পারো তুমি।

এখন প্রতি রাতে শুক্র গ্রহকে বেশ উজ্জ্বল বস্তু হিসেবে দেখা যাচ্ছে। এটি প্রতিদিন ভোর ৫টার দিকে (বিএসটি) পূর্ব দিগন্তে উঠছে এবং সূর্য ওঠার (প্রায় সকাল ৬টার আগে) আগপর্যন্ত দেখা যাচ্ছে।

শুক্রবার ২৫ এপ্রিলের আগে প্রতিদিন সকালে শুক্র গ্রহ একই সময়ে এবং একই স্থানে উঠবে। তবে চাঁদ প্রতিদিন একটু একটু করে পূর্বদিকে সরবে, এবং শুক্রের দিকে আরও কাছাকাছি চলে আসবে।

আরও পড়ুন

চাঁদ এখন একটি সরু বাঁকা আকারে রয়েছে, কারণ ১৩ এপ্রিল ছিল পূর্ণিমা। এটি এখন ছোট হয়ে ২৭ এপ্রিলের নতুন চাঁদের দিকে যাচ্ছে।

এর মানে, ২৫ এপ্রিল সকালে শুক্র এবং সরু চাঁদ একসঙ্গে ভোর ৫টার দিকে আকাশে উঠবে, যেখানে শুক্র থাকবে চাঁদের ঠিক ওপরে।

যদি তোমার সামনে পূর্ব দিকে দিগন্ত পর্যন্ত বেশ ফাঁকা জায়গা থাকে, এবং আবহাওয়া পরিষ্কার থাকে, তবে উজ্জ্বল শুক্র গ্রহ এবং চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে।

তবে অনেকেই ঠিকঠাক হাসিমুখ দেখতে পারবে না। স্মাইলি ফেসের সৌন্দর্যটি নষ্ট করতে পারে শনি গ্রহ। শনিগ্রহ আকাশে এখন অনেক বেশি ঝাপসা। শুক্রের চেয়ে অনেক কম উজ্জ্বল এই গ্রহ। শুক্র ও চাঁদের পরে উঠবে শনিগ্রহ। আকাশে থাকবে শুক্র ও চাঁদের নিচে। শনির এই ঝাপসা ভাব, নিচু অবস্থান এবং এর ওঠার সময় সূর্য ওঠার ঠিক আগে, তাই এটিকে খালি চোখে শনাক্ত করা কঠিন হবে।

তাই যদি তুমি এই 'হাসিমুখ' দেখতে চাও, তোমার জন্য কিছু শর্ত আছে। যেমন, পূর্ব আকাশে পরিষ্কার দিগন্ত, একেবারে মেঘমুক্ত পরিষ্কার আকাশ এবং নিখুঁত সময়জ্ঞান। এর জন্য তোমাকে বেশ সতর্ক হতে হবে। শুক্র, শনি এবং চাঁদ একই অঞ্চলে দেখা যাবে, তবে ঠিক যেখানে সূর্য উঠছে, সেখানেই চোখ রাখতে হবে। তোমাকে অপেক্ষা করতে হবে সূর্য ওঠার একেবারে ঠিক আগে।

সতর্কতা: সূর্যের দিকে খালি চোখে সরাসরি তাকাবে না। অবশ্যই দূরবীন বা টেলিস্কোপ দিয়ে শুক্র, চাঁদ বা শনিকে দেখার চেষ্টা করবে না, কারণ এরা তখন সূর্যের খুব কাছে থাকবে।

আরও পড়ুন