কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার সচেতনতায় কিশোর আলো ও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন আয়োজন করে ‘আগামীর অনন্যা’। ১৯ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর মোহাম্মদপুরে কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে কিশোরীদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলো শিশু-কিশোরদের মানসিক বিকাশে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে আজ এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রহমত উল্লাহ্ বলেন, ‘নিয়মিত পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রেখে ভালো মানুষ হতে হবে এবং বেশি বেশি কিশোর আলোর মতো সৃজনশীল পত্রিকা ও বই পড়তে হবে। আগামীর প্রতিযোগীতায় টিকে থাকতে হলে এর বিকল্প নেই’।
স্ত্রীরোগবিশেষজ্ঞ লাবনী আক্তার উপস্থিত কিশোরীদের পিরিয়ড–বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। এরপর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ–এমজিআইয়ের অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে উপস্থিত কিশোরীদের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সৌজন্য হিসেবে প্রদান করা হয়।
ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে এমজিআইয়ের সহযোগী ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসরাত জাহান বলেন, মাসিক চলাকালে সচেতনতার অভাবে নারীরা জরায়ু ক্যান্সারসহ বিভিন্ন জটিল সমস্যার সম্মুখিন হচ্ছে। শহরের নারীরা মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেও শহরের বাইরে বা গ্রামাঞ্চলের বেশিরভাগ নারী মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহার করেন। বাংলাদেশের প্রায় ৭১ শতাংশ নারী তাদের মাসিক চলাকালে কোনো ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এ জন্য এমজিআই ২০২৩ সালের মার্চ মাসে নারীদের মাসিকের সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত নতুন একটি স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে আসে, যার নাম ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’।
কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক কিশোরীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে জোর দেন। পাশাপাশি বিজ্ঞান ও সাহিত্যচর্চা করতে তিনি সবাইকে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘জীবনে টিকে থাকতে হলে যেমন ভালোভাবে পাঠ্যপুস্তক পড়াতে হবে তেমনি আমাদের আশপাশে কী কী হচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে’। কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের ৩০ জন শিক্ষার্থীর সমন্বয়ে ‘কিশোর আলো বুক ক্লাব’ তৈরি করা হয়, যারা নিয়মিত কিশোর আলো পড়ার পাশাপাশি বিভিন্ন বই পড়ায় শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে একটি ‘সুরক্ষা বক্স’ স্থাপন করা হয়, যেখান থেকে কিশোরীরা সাশ্রয়ী মূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ক্রয় করতে পারবে।
অধ্যাপক মো. রহমত উল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের লেকচারার শারমিন আক্তার।