বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ দেখতে তুমি কি প্রস্তুত
এই আগস্ট মাসে চাঁদ নিয়ে অনেক আলোচনা হলো। রাশিয়া ও ভারত চাঁদে ক্রু ছাড়া মহাকাশযান পাঠিয়েছে। এর মধ্যে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার চন্দ্রযান। তবে ভারতের যানটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে নিরাপদে অবতরণ করেছে। দক্ষিণ মেরুতে এই প্রথম কোনো দেশ চন্দ্রযান পাঠিয়ে অবতরণ করল। গত ২০ আগস্ট রাশিয়ার চাঁদে অবতরণের পরিকল্পনা ভেস্তে যায়। একটি ইঞ্জিন পুড়ে যাওয়ার পর বিধ্বস্ত হয়ে যায় তাদের নভোযানটি। এর তিন দিন পর ভারত চাঁদে সফলভাবে অবতরণ করে। চন্দ্রজয়ের লড়াইয়ে ভারত একেবারে নতুন হয়েও এই সাফল্য অর্জন করে।
আগস্ট মাস শেষ হওয়ার আগেই আবার খবরের শিরোনামে চাঁদ। পাকা জ্যোতির্বিদ থেকে শুরু করে ফটোগ্রাফার, শখের বসে আকাশ দেখা মানুষ খুব আগ্রহ নিয়ে চাঁদ দেখার অপেক্ষা করছে। কারণ, আজ ৩১ আগস্ট, বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চাঁদের পূর্ণ দশা শুরু হয়েছে। এ সময় বাংলাদেশে দিন। পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। কারণ, চাঁদ থাকবে দিগন্তের নিচে। তবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ধীরে ধীরে দিগন্তের ওপরে উঠবে। তখন বাংলাদেশ থেকে দেখা যাবে একটি বিরল ‘সুপার ব্লু মুন’। এ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ। শখের জ্যোতির্বিদ হিসেবে এই চাঁদ দেখার জন্য তুমি কি প্রস্তুত?
তোমার যদি জানা না থাকে ‘সুপার ব্লু মুন’ কী বস্তু, তবে বলছি। ব্লু মুন শুনে তোমার মনে হতে পারে, চাঁদের রং বুঝি নীল। শুনে হতাশ হবে তুমি। এই চাঁদে নীল রঙের কিছু নেই। এর রং আসলে কমলা দেখা যাবে। যেকোনো এক মাসে যদি দ্বিতীয়বার পূর্ণিমা হয় তবে দ্বিতীয়টিকে বলে ব্লু মুন। প্রতি ২৯ দশমিক ৫ দিন পর আকাশে নতুন চাঁদ দেখা যায়। পূর্ণ চাঁদ শেষ দেখা গিয়েছিল ১ আগস্ট। তাই আজ চাঁদকে ব্লু মুন হিসেবে ধরা হবে।
‘সুপারমুন’ হিসেবেও ধরা হচ্ছে। বিজ্ঞানের ভাষায় সুপার মুনকে বলে ‘পেরিগি মুন’। পেরিগি অর্থ ‘পৃথিবীর নিকটতম’। পূর্ণিমা চলছে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন তাকে সুপারমুন বলে। পৃথিবীর কাছাকাছি চলে আসায় এ সময় চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় অনেক বড় ও খুব উজ্জ্বল দেখা যায়।
এই চাঁদকে আরাম করে দেখা যায়। এ জন্য ছাদে একটি পাটি বিছিয়ে বসতে পারো। একটু রাতের দিকে দেখতে চাইলে একটা বালিশ নিতে পারো সঙ্গে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদ ওপরের দিকে উঠবে। মাথা তুলে চাঁদ দেখতে থাকলে তোমার কষ্ট হতে পারে। তাই পাটি বিছিয়ে বালিশে মাথা রেখে শুয়ে শুয়েও আরামে চাঁদ দেখা যায়। আজকে কি আকাশ মেঘলা থাকবে? বৃষ্টি নামবে কি? এটি বলে দিচ্ছি না। একটু আকাশের দিকে তাকিয়ে আজকের আবহাওয়া অনুমানের চেষ্টা করতে পারো। তারপর কোনো আবহাওয়া বার্তার সঙ্গে মিলিয়ে দেখতে পারো, তোমার অনুমান সত্য হলো কি না।
কখনো কখনো সুপার ব্লু মুন ফিরে আসতে ২০ বছর কেটে যায়। তুমি যদি আজ সুপার ব্লু মুন দেখা মিস করো, তাহলে আরেকটি দেখার জন্য তোমাকে অবশ্য ২০ বছর অপেক্ষা করতে হবে না, অপেক্ষা করতে হবে প্রায় ১৪ বছর! নাসার মতে, ২০৩৭ সালের জানুয়ারি ও মার্চ মাসে দুটি সুপার ব্লু মুন দেখা যাবে।
এ রকম একটি পূর্ণিমার চাঁদ সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখায়। আর চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকে, তখন একটি অপটিক্যাল বিভ্রম তৈরি হয়। ঘর ও গাছের মতো ছোট বস্তুর আকারের তুলনা করলে চাঁদের আকৃতি অনেক বড় মনে হয়। এই অপূর্ব বিভ্রম দেখার জন্য তুমি প্রস্তুত তো?