যে পাউডার শুষে নেবে কার্বন ডাই-অক্সাইড
বাতাসের কার্বন শোষণের জন্য প্রাকৃতিক উপায় আছে। গাছ, পানি, সমুদ্রের ইকোসিস্টেম বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড সরিয়ে ফেলার কাজ করে। কৃত্রিমভাবে বাতাস থেকে কার্বন সরানোর জন্য অনেক দিন ধরেই বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা কাজ করছেন। কিছু পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেগুলো বাতাস থেকে কার্বন শোষণ করতে পারে। এমন একটি স্ফটিক যৌগ এবার অত্যন্ত দক্ষতার সঙ্গে বেশি হারে কার্বন ডাই-অক্সাইড শোষণ করেছে।
বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড সরাতে বড় বড় যন্ত্র তৈরি করা হচ্ছে। এই প্রযুক্তি অনেক শক্তি ও অর্থ ব্যয় করে। প্রতি মেট্রিক টন কার্বন ধরে রাখার জন্য প্রায় ১ হাজার ডলার প্রয়োজন হয়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের রসায়নবিদেরা একটি হলুদ রঙের পাউডার তৈরি করেছেন, যা কার্বন ডাই-অক্সাইড অনেক বেশি কার্যকরভাবে শোষণ করতে পারে বলে দাবি করা হচ্ছে।
বার্কলের গ্র্যাজুয়েট শিক্ষার্থী জিহুই ঝৌ ও অধ্যাপক ওমর ইয়াঘি একটি স্ফটিক যৌগ তৈরি করেছেন, যার তাঁরা নাম দিয়েছেন সিওএফ-৯৯৯। এটি হাইড্রোকার্বনের একটি ক্ষুদ্রাকার কাঠামো। এই কাঠামো শক্তিশালী কার্বন-নাইট্রোজেন এবং কার্বন-কার্বন বন্ধনে আবদ্ধ। এই কাঠামোর ফাঁকা জায়গায় অ্যামিন (নাইট্রোজেন ও হাইড্রোজেনের চেইন) বসানো থাকে, যা বায়ু থেকে পাওয়া কার্বন ডাই-অক্সাইডের কণাগুলো ধরে রাখে। অক্টোবর মাসে নেচার-এ প্রকাশিত এক গবেষণায় ঝৌ ও ইয়াঘি লিখেছেন, পাউডারটি কার্বন ডাই-অক্সাইড শোষণের সর্বোচ্চ হার প্রদর্শন করেছে।
পাউডারটি ব্যবহারের ফলে তুলনামূলক কম শক্তি ব্যবহার করে বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড সরানো সম্ভব হবে। ফলে এই প্রক্রিয়ায় খরচও কমে যাবে।