৩ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে সুইডেন থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। পদার্থের ইলেকট্রন ডায়নামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।
ইলেকট্রন ডায়নামিকস গবেষণায় খুবই ক্ষুদ্র (অ্যাটোসেকেন্ড ১০^-১৮ সেকেন্ড) সময়ের জন্য আলোর স্পন্দন (পালস) তৈরির পদ্ধতি উদ্ভাবনের জন্য এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ভবিষ্যতে ইলেকট্রনিকস, মেডিকেল যন্ত্রপাতিসহ অনেক ক্ষেত্রে অতিক্ষুদ্র আলোর স্পন্দন ব্যবহারের সম্ভাবনা আছে।
পিয়ের আগোস্তিনি, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
ফেরেন্স ক্রাউজ জন্ম: ১৭ মে ১৯৬২, হাঙ্গেরি কর্মক্ষেত্র: ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব কোয়ান্টাম অপটিকস এবং লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি, জার্মানি
অ্যান লিয়ের জন্ম: ১৬ আগস্ট ১৯৫৮, ফ্রান্স কর্মক্ষেত্র: লুন্ড ইউনিভার্সিটি, সুইডেন
৪ অক্টোবর বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম ঘোষণা করা হবে।
২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডেনের নোবেল কমিটি। এর মাধ্যমে শুরু হয় বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার ঘোষণা। এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরীয় বিজ্ঞানী ক্যাতালিন ক্যারিকো এবং মার্কিন বিজ্ঞানী ড্রু ওয়াইজম্যান। তাঁরা নিউক্লিওসাইড বেজ পরিবর্তনবিষয়ক আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের আবিষ্কারের কারণে কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশ সম্ভব হয়েছে।
কোভিড-১৯ প্রতিরোধে কার্যকর এমআরএনএ টিকা তৈরির জন্য প্রয়োজনীয় নিউক্লিওসাইড বেজ মডিফিকেশন বা পরিমার্জনের পদ্ধতি আবিষ্কার করেন তাঁরা। এ কারণে পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছে নোবেল কমিটি।
পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি করে নোবেল মেডেল ও সনদ এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। এই অর্থ নোবেলজয়ী বিজ্ঞানীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। একই বিভাগে একাধিক নোবেলজয়ী থাকলে তাঁদের মধ্যে এই অর্থ ভাগ হয়ে যায়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী যার মান প্রায় ১০ লাখ ৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি ১৩ লাখ টাকা!