তুমি কি সুডোকু মেলাতে পছন্দ করো? শিখতে চাও কীভাবে সুডোকু মেলাতে হয়? নিজের বুদ্ধিকে ঝালিয়ে নিতে সুডোকু একটি জনপ্রিয় খেলা। জাপানে এর আবিষ্কার হলেও সারা পৃথিবীতে এই খেলা বেশ জনপ্রিয়। দৈনিক পত্রিকায় নিয়মিত সুডোকু ছাপানো হয়। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাবেক সভাপতি ও জাতীয় অধ্যাপক প্রয়াত জামিলুর রেজা চৌধুরী প্রতিদিন সকালে পত্রিকায় প্রকাশিত সুডোকু মেলাতেন। কোনো সুডোকুতে ভুল হলে পত্রিকার অফিসে ফোন করে বলতেন, আজকের সুডোকুতে ভুল আছে!
বুদ্ধির খেলা সুডোকু | লেখক: কাজী আকাশ | প্রকাশক: অনুপম প্রকাশনী | মূল্য: ২০০ | পৃষ্ঠা: ১৭৬
তবে বাংলা ভাষায় সুডোকুর বই তেমন একটা নেই। প্রথম দেখায় সুডোকু জটিল মনে হলেও এর সমাধান বেশ সহজ। এ জন্য দরকার কিছুটা ধৈর্য্য ও চিন্তাশক্তি। সকালে ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে কিংবা সকালের নাস্তা খেতে খেতেও সুডোকুর সমাধান করা সম্ভব। রাস্তার জ্যামে বসে বিরক্ত না হয়ে বসে বসে সুডোকু মেলানো যায়। সুডোকু মিলিয়ে বাড়বে তোমার মস্তিষ্কের কার্যক্ষমতা ও দক্ষতা।
এই বইয়ে সুডোকুর ইতিহাস লেখা আছে। আছে সমাধানের নিয়ম। সুডোকু মেলানোর জন্য দেওয়া আছে ২০০ সমস্যা। সমস্যার ধরণ আলাদা করা আছে। সহজ, মধ্যম ও কঠিন, তিন ভাগে ভাগ করা হয়েছে সমস্যাগুলো। তোমার জন্য সমাধানও দেওয়া আছে। মগজে শান দিতে চাইলে বইটি নিয়ে বসে যাও কাগজ-কলম নিয়ে।
বইটি লিখেছেন কাজী আকাশ। পড়ালেখা করেছেন গণিতে। বর্তমানে বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সম্পাদনা দলের সদস্য হিসেবে কর্মরত। গণিত, বিজ্ঞান, ইতিহাস, কিশোর সাহিত্যসহ নানা বিষয়ে লেখালেখি করেন। পাশাপাশি অঙ্ক ও বিজ্ঞান শেখাতে ভালোবাসেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তাঁর প্রথম বই ‘গণিতের খেলা গণিতের মজা’।