সবচেয়ে পুরোনো ও বড় বইয়ের দোকান কোনটি

সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই

সর্বাধিক বিক্রিত বই চার্লস ডিকেন্সের ‘আ টেল অফ টু সিটিজ’

সর্বাধিক বিক্রিত বই চার্লস ডিকেন্সের ‘আ টেল অফ টু সিটিজ’যদিও এখন পর্যন্ত বিক্রি হওয়া প্রতিটি বইয়ের ওপর তথ্য পাওয়া কঠিন, তবু বাইবেল পাঁচ বিলিয়নেরও বেশি কপি মুদ্রিত এবং বিতরণ করা হয়েছে বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে দাবি করা হয়। ‘ডন কিহোতে’ সর্বাধিক বিতরণ করা কল্পকাহিনী বই হিসাবে স্বীকৃত। তবে এই সংখ্যাও দাবিটি সমর্থন করার জন্য পর্যাপ্ত তথ্য নেই। তবে যাচাই করা হয়েছে এমন সর্বাধিক বিক্রিত বই চার্লস ডিকেন্সের ‘আ টেল অফ টু সিটিজ’। ২০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এই বই। তবে তোমার মনে যদি ‘হ্যারি পটার’–এর কথা আসে, তবে জেনে রাখো ‘হ্যারি পটার’–এর পুরো সিরিজটির মোট বিক্রি ৫০ কোটি কপির বেশি বিক্রি হয়েছে।

সবচেয়ে বড় বইয়ের দোকান

বৃহত্তম বইয়ের দোকানের রেকর্ডটি বার্নস অ্যান্ড নবলের

বর্গক্ষেত্রের ফুটের ওপর ভিত্তি করে বৃহত্তম বইয়ের দোকানের রেকর্ডটি বার্নস অ্যান্ড নবলের। নিউইয়র্ক সিটির ফিফথ অ্যাভিনিউয়ে এর অবস্থান। তবে পোর্টল্যান্ডের পাওয়েলস বুকস্টোর ‘ওরেগন’ দীর্ঘদিন ধরে শেলফের জায়গার উপর ভিত্তি করে বৃহত্তম বইয়ের দোকানের রেকর্ডটি ধরে রেখেছে।

আরও পড়ুন

প্রাচীনতম বইয়ের দোকান

পর্তুগালের লিসবনে অবস্থিত ‘লিভরারিয়া বার্ট্রান্ড’

পর্তুগালের লিসবনে অবস্থিত ‘লিভরারিয়া বার্ট্রান্ড’ চালু আছে ১৭৩২ সাল থেকে। বার্ট্রান্ড এখন ৫২টি শাখা পরিচালনা করে। তবে লিসবনের চিয়াদো পাড়ার শাখাটি সবচেয়ে পুরোনো।

সবচেয়ে জনপ্রিয় শিশুতোষ বই

বিশ্বব্যাপী ১৪ কোটির বেশি কপি বিক্রি হওয়া বই অ্যান্টোইন ডি সেন্ট-এক্সুপেরির বই ‘লে পেটিট প্রিন্স’ বা ‘দ্য লিটল প্রিন্স’। এটি শিশুদের জন্য লেখা সবচেয়ে জনপ্রিয় গল্প হিসেবে বিবেচিত। ১৯৪৩ সালে প্রথম প্রকাশিত এই বইটি বেশ কয়েক প্রজন্মের প্রিয় বই হয়েছে।

আরও পড়ুন

সবচেয়ে সফল লেখক

এল রন হাববার্ড

সর্বাধিক প্রকাশিত বইয়ের লেখক হলেন এল রন হাববার্ড। যার বইয়ের সংখ্যা ১ হাজার ৮৪টি। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৩৪ সালে এবং সর্বশেষ লেখা প্রকাশিত হয় ২০০৬ সালে।

আরও পড়ুন