বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর নামছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে পানি বেশি বাষ্প হচ্ছে, তাহলে তো বেশি বৃষ্টি হওয়ার কথা, কম হচ্ছে কেন?
সাধারণ যুক্তিতে আরও বেশি বৃষ্টি হওয়ারই কথা। কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ার ফলে অন্য সবকিছুতেই কিছু কিছু পরিবর্তন আসে। যেমন বেশি গরমে যেমন বেশি বাষ্প হয়, তেমনি আবার গরম বাতাস বেশি জলীয়বাষ্প ধরে রাখে। ভাপসা গরমে মানুষের কষ্ট বাড়ে। মেঘের পরিমাণ যতটা বাড়ার কথা ততটা বাড়ে না। আবার মেঘ বেশি উঁচুতে উঠে যায়। আকাশের মেঘও ঠিক আগের নিয়মে চলাচল করে না। আমাদের দেশের মেঘ হয়তো ভারত বা পাকিস্তানের আকাশে উড়ে যায়। সেখানে বেশি বৃষ্টি নামিয়ে প্রবল বন্যায় দেশ ভাসিয়ে দেয়। আর আমাদের দেশে বৃষ্টি-বন্যা হয়তো কম হতে থাকে। আবার অন্য বছর হয়তো উল্টো ব্যাপার ঘটবে। ঝড়-বৃষ্টি-বন্যায় আমরা কাবু হব আর ভারত-পাকিস্তানে নামবে খরা! এ জন্যই বলা হয়, জলবায়ু পরিবর্তন চরম আবহাওয়ার জন্ম দেয়। কোনো কিছুই আর আগের মতো থাকে না। এর কিছু লক্ষণ এখন দেখা দিতে শুরু করেছে।