সিসিটিভি ক্যামেরা

অলংকরণ: আপন জোয়ার্দার

চশমা নিয়েছি দুই মাস হলো। আগে নতুন চশমা নিয়ে খুব আগ্রহ ছিল। এখন কেন জানি আর ভালো লাগে না। মনে হয় আমার নাকটা আলুভর্তা হয়ে যাচ্ছে। আমি খুব কেঁদেছিলাম জানো? প্রথম দুই দিন চশমা পরার পর খুব মন খারাপ হয়েছিল। যেদিন চশমা পরে স্কুলে গেলাম, আমার বেস্টফ্রেন্ড বলল, আমাকে নাকি সিসি ক্যামেরার মতো লাগছে। বোঝো কাণ্ড! চোখটা যদি আগের মতো ভালো থাকত, তাহলে আমাকে আর এত কষ্ট করে চশমাও পরতে হতো না আর দেখতেও এমন অদ্ভুত লাগত না। চশমাটাকে কবে যে নাক থেকে নামিয়ে ভেঙে জানালা দিয়ে ফেলে দেব কে জানে!