খ্যাপাটে শয়তান ঠেকাতে যা করলো তিন কিশোর

একনজরে: খ্যাপাটে শয়তান | লেখক: লেমোনি স্নিকেট | অনুবাদক: আবুল বাসার | প্রকাশক: প্র প্রকাশন | প্রথম প্রকাশ: আগস্ট, ২০২৩ | প্রচ্ছদ: আরাফাত করিম | পৃষ্ঠা: ১০৩ | দাম: ২৭০ টাকা |

ভায়োলেট, ক্লাউস ও সানি। তিন ভাইবোন। বৃত্তশালী বদলেয়ার পরিবারে তাদের বেড়ে ওঠা। সবার বড় ভায়োলেট। বয়স ১৪ বছর। নতুন কিছু উদ্ভাবন আর অদ্ভুত সব যন্ত্রপাতি বানাতে বেশ দক্ষ মেয়েটি। একমাত্র ভাই ক্লাউসের বয়স ১২। বেশ বুদ্ধিমান ছেলে। বই পড়তে পছন্দ করে। সবার ছোট সানি। বয়স দুইয়ের কোঠায়। চারটা তীক্ষ্ণ দাঁত আছে ওর। মাত্র তিনটি শব্দের সাহায্যে যেন জগতের সব কথা বলতে পারে বদলেয়ার পরিবারের ছোট্ট মেয়েটি। বেশ সুখে জীবন কাটছিল ওদের। বিচে খেলতে খেলতে হঠাৎ একটি দুর্ঘটনার কথা জানতে পারে ওরা। আগুনে পুড়ে মারা গেছে তাদের মা–বাবা। পুড়ে ছাই হয়ে গেছে ওদের প্রাসাদপ্রমাণ ম্যানশনটাও। এখন কী করবে এই তিন এতিম ছেলেমেয়ে?

এভাবেই সূচনা হয়েছে গল্পের। তিন ভাইবোনের জীবনের সমস্যাও শুরু এখান থেকে। পাঠক যত গল্পের ভেতরে ঢুকবেন, ধীরে ধীরে রহস্যের জট খুলতে থাকবে। মা-বাবা মারা গেলেও এখনো অঢেল সম্পত্তি আছে তাদের। কিন্তু সেই সম্পত্তিতে হাত দেওয়ার উপায় নেই। কারণ, সবচেয়ে বড় ভায়োলেট এখনো পূর্ণবয়স্ক হয়নি। ১৮ বছর হলেই তাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। এ দুই বছর কোনো আত্মীয়ের কাছে দত্তক হিসেবে থাকতে হবে ওদের।

একই শহরে তাদের দূরসম্পর্কীয় এক আত্মীয় বাস করে। নাম কাউন্ট ওলাফ। নামে কাউন্ট হলেও বাস্তবে নয়। পেশায় অভিনেতা। তা-ও পাড়ার থিয়েটারে। সে–ই ওদের দত্তক নিয়েছে। তবে বদলেয়ারের সন্তানদের জীবন সুন্দর করতে নয়, বরং নিজের জীবনের মোড় ঘোরাতে। কীভাবে ওদের সম্পত্তি হাতিয়ে নেওয়া যায়, মাথায় সব সময় সেই চিন্তা। সম্পত্তি না পেলে অত্যাচার করে ওদের। আস্ত শয়তান একটা। কিন্তু বাধ্য হয়ে তার সব শয়তানি মাথা পেতে সহ্য করে ওরা। কিন্তু কেন? কাউন্ট ওলাফের হাত থেকে কি কোনো দিন নিস্তার পাবে তারা? ওদের সম্পত্তি হাতিয়ে নিতে কী বদমতলব আঁটছে কাউন্ট? জানলে তোমার গা হিম হয়ে যাবে। তবে তা জানতে হলে পড়তে হবে সম্পূর্ণ উপন্যাস।

বইয়ের প্রচ্ছদ দেখেই বুঝতে পারছ, এটি একটি কিশোর থ্রিলার। মোটামুটি ৮ থেকে ১৬ বছরের কিশোর–কিশোরীদের উপযোগী এই বইয়ে বদলেয়ারের সন্তানদের চমৎকার বুদ্ধিমত্তার দিকটি দারুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন লেখক লেমোনি স্নিকেট। তাঁর প্রাঞ্জল ভাষার কারণে কিশোরদের পাশাপাশি যেকোনো বয়সের মানুষের কাছে বইটি ভালো লাগবে।

লেমোনি স্নিকেটের ‘আ সিরিজ অব আনফরচুনের ইভেন্টস’ সিরিজের প্রথম বই দ্য ব্যাড বিগিনিং বা খ্যাপাটে শয়তান। এ সিরিজে মোট ১৩টি বই আছে। একই নামেই নেটফ্লিক্সে আছে একটি সিরিজও। বইটি পড়ে চাইলে ওটাও দেখে নিতে পারো। আরও বেশি মজা পাবে বলেই আশা করছি।

বিখ্যাত এ বই প্রাঞ্জল ও সহজবোধ্য ভাষায় অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক আবুল বাসার। ১০৩ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে প্র প্রকাশন। প্রচ্ছদমূল্য ২৭০ টাকা। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা এ বইয়ের বাংলা অনুবাদ খ্যাপাটে শয়তান পাওয়া যাচ্ছে বিভিন্ন অফলাইন ও অনলাইন বইয়ের দোকানে।