২০২১ সালটি স্পাইডারম্যান–ভক্তদের জন্য বেশ উত্তেজনাময়। কারণ, এ বছরের শেষে মুক্তি পাচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের স্পাইডারম্যান সিরিজের তৃতীয় চলচ্চিত্র ‘স্পাইডারম্যান—নো ওয়ে হোম’। তবে চলচ্চিত্রটির এখনো কোনো পোস্টার, টিজার বা ট্রেইলার প্রকাশ পায়নি। এ নিয়ে ভক্তদের অপেক্ষার শেষ নেই।
সম্প্রতি লেগোর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ হওয়া স্পাইডারম্যানের নতুন খেলনার সেট উৎসুক ভক্তদের উৎসাহ যেন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সেটে থাকা খেলনাগুলোয় স্পাইডারম্যানের পরনে এক নতুন পোশাক দেখা গেছে। তাতে ভক্তদের আঁচ করতে অসুবিধা হয়নি, নতুন চলচ্চিত্রে স্পাইডিকে নতুন পোশাকে দেখতে পাওয়া যাবে। কিন্তু হুবহু এই পোশাকই কি দেখতে পাওয়া যাবে চলচ্চিত্রে, এই নিয়ে সন্দেহ ছিল অনেকের মনে। কারণ অনেক ক্ষেত্রে লেগোর খেলনাগুলোর সঙ্গে মূল চরিত্রের খুব কম মিল পাওয়া যায়।
ভক্তদের মনের এই সন্দেহ দূর করে মারভেলের অফিশিয়াল ওয়েবসাইটে সদ্য প্রকাশ পাওয়া তাদের প্রতিষ্ঠানের কিছু খেলনার ছবি। সেখানে দেখা যায়, লাল-সোনালি ‘ইন্টিগ্রেটেড স্যুট’ নামের এক পোশাক, যা ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’-এর পোশাক ও ‘স্পাইডারম্যান: হোমকামিং’-এ টনি স্টার্কের দেওয়া আয়রন-স্পাইডার আরমোরের আদলে তৈরি। এ ছাড়া স্পাইডারম্যানের আনকোরা কালো-সোনালি রঙের পোশাক পরিহিত খেলনাসহ অন্যান্য চরিত্রও দেখতে পাওয়া যায় সেটে। নতুন এই চলচ্চিত্রে স্পাইডারম্যান পিটার পার্কারের সঙ্গে থাকবে তার সহপাঠী এমজে ও নেড। ডক্টর স্ট্রেঞ্জও যে থাকছে এতে, তা আগেই জানা গিয়েছিল বেনেডিক্ট কাম্বারব্যাচের টুইট থেকে। আরও দেখা যাবে পুরোনো চরিত্র প্রকাশক জে জোনাহ জেমসনকে। মারভেলের খেলনাগুলো আপাতত তা–ই বলছে।
‘স্পাইডারম্যন: নো ওয়ে হোম’ এখন সুপারহিরো জগতের অন্যতম আলোচিত বিষয়গুলোর একটি। নাম প্রকাশের পর থেকে চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় নানা ধরনের জল্পনা-কল্পনা। অনেকে ধারণা করেন, এটি কমিকের ক্ল্যাসিক স্পাইডার-ভার্সের গল্প থেকে একটু আলাদা হবে। বরাবরের মতো চলচ্চিত্রে পিটার পার্কার তথা স্পাইডারম্যান চরিত্রে থাকছেন টম হল্যান্ড। কিন্তু এরপর প্রিয় সুপারহিরো চরিত্রে আর টমকে দেখা যাবে না, এটি মানতে পারছেন না ভক্তরা। তাঁকে স্পাইডি চরিত্রে দর্শকদের মনে ধরেছিল বেশ। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে মারভেলের সঙ্গে চুক্তি শেষ হবে তাঁর। তবে এই অভিনেতা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তাঁকে এই চরিত্রের জন্য আবার ডাকা হলে তিনি অবশ্যই এতে থাকবেন।
এ ছাড়া গুজব উঠেছিল, এতে থাকবেন একেবারে পুরোনো স্পাইডারম্যানখ্যাত তারকা টবি ম্যাগুয়াইর, এন্ড্রু গার্ফিল্ড, আলফ্রেড মলিনা প্রমুখ। কিন্তু শুধু মলিনাই ডক ওক চরিত্রে থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে। যদিও সংশ্লিষ্ট কলাকুশলীরা গল্প, তারকা কোনো কিছু সম্পর্কে মুখই খুলছেন না৷ সব যেন চলছে গোপনে। চিত্র ধারণের সময় তোলা কিছু ছবি দেখেও বিন্দুমাত্র কোনো কিছু আঁচ করার জো নেই। বোঝাই যাচ্ছে, এ বছর বড়দিনে বেশ বড় চমক নিয়ে আসছে স্পাইডারম্যান।