অ্যানিমেশন মুভি দেখতে কে না ভালোবাসে? দারুণ সব অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি হচ্ছে আজকাল, যেগুলো ছোট বড় সবার মন জয় করে নিচ্ছে। তেমনই দুটি অ্যানিমেশনের কথা বলছি এবার।
লিপ
১৮৮৪ সালের কথা। ১১ বছর বয়সী কপর্দকশূন্য এতিম বালিকা ফিলিচি মিলিনার। টাকা না থাকলেও আছে বুকভরা স্বপ্ন, ব্যালেরিনা হওয়ার। আর সেই লক্ষ্যেই গ্রাম ছেড়ে পালিয়ে আসে প্যারিসে। সামনে হারানোর কিছু নেই। তাই ঝুঁকি নিয়ে আরেক মেয়ের পরিচয় ব্যবহার করে ঢুকে পড়ে প্যারিসের নামকরা অপেরা ব্যালে স্কুলে। কিন্তু কত দিন ফিলিচি এই অভিনয় চালিয়ে যাবে। ব্যালেরিনা হওয়ার কঠিন লড়াইয়ে টিকতে পারবে কত দিন। ড্রামা বা প্রেরণাদায়ক গল্প যাদের পছন্দ তাদের জন্য নিঃসন্দেহে পছন্দ করার মতো একটা মুভি।
স্মার্ফ: দ্য লস্ট ভিলেজ
স্মার্ফদের কথা মনে আছে? সেই যে সাদা ট্রাউজার এবং সাদা ফ্রিজিয়ান ক্যাপ পরা পিচ্চি আর কিউট চরিত্রগুলোকে ভোলা কি সম্ভব? ১৯৫৮ সালে মুক্তি পাওয়া বেলজিয়ান কমিকসের এই চরিত্রগুলোকে নিয়ে ২০১১ ও ২০১৩ সালে দুটো মুভি রিলিজ হয়। এবার তাদের নতুন অ্যাডভেঞ্চারকে কেন্দ্র করে মুক্তি পায় নতুন মুভি স্মার্ফ: দ্য লস্ট ভিলেজ। নাম শুনেই বোঝা যাচ্ছে, হারিয়ে যাওয়া কোনো গ্রামকে নিয়ে এবারের গল্প। আসলেই তা-ই। রহস্যময় এক ম্যাপ ধরে স্মার্ফদের এবার খুঁজে বের করতে হবে এক রহস্যময় গ্রামকে। নিষিদ্ধ বনের ভেতরে এই অভিযানে তাদের মোকাবিলা করতে হবে নানা ধরনের অদ্ভুতুড়ে বস্তুর, হারাতে হবে শয়তান জাদুকর গার্গামেলকে। সব মিলিয়ে বলা যায়, সময় কাটাতে বেশ উপভোগ্য একটা ছবি।