ফিরে আসছে থর
গত কয়েকটি মাস বেশ ভালোই যাচ্ছে মার্ভেলভক্তদের। একের পর এক সিরিজ, মুভিতে ভরপুর সুপারহিরোর জগৎ মুগ্ধ করছে তাদের। সেই পালে হাওয়া দিতে আগামী ৮ জুলাই মুক্তি পেতে চলেছে থর: লাভ অ্যান্ড থান্ডার।
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির সঙ্গে মহাকাশে পাড়ি জমানোর পর অনেক দিন ধরেই নিখোঁজ থর। শেষ দেখা মিলেছিল অ্যাভেঞ্জারসদের সঙ্গে মিলে থানোসকে হারানোর সময়। নিজের নগরী এজগার্ডের দায়িত্ব ভ্যালকায়রির হাতে সঁপে একপ্রকার অবসরেই চলে গেছে ওডিনপুত্র। কিন্তু ২৪ মে মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেছে, অবসর নিলেও বসে নেই থর। বাঁচিয়ে চলেছে নানা গ্রহকে। চমক হিসেবে আট বছর পর ফিরে এসেছে থরের বান্ধবী জেইন। রহস্যময়ভাবে থরের হাতুড়ি আর শক্তি দুটোই আছে তার কাছে। সেই রহস্য উদ্ঘাটনের ফাঁকেই হাজির সুপারভিলেন গর দ্য গড বুচার, যার মূল লক্ষ্য থরসহ সব দেবতাকে ধ্বংস করা। চরিত্রটিতে অভিনয় করেছেন সবার প্রিয় ব্যাটম্যানখ্যাত অভিনেতা ক্রিস্টিয়ান বেল। এ ছাড়া থরের চরিত্রে ক্রিস হেমসওয়ার্থ তো থাকছেনই। স্বাভাবিকভাবেই এ মাসে আলোচনার তুঙ্গে আছে সিনেমাটি। থর এবং তার সঙ্গী–সাথিদের জন্য মহাকাশের দুর্ধর্ষ অভিযান কেমন হয়, তা–ই দেখার অপেক্ষায় দর্শকেরা।