কাগুজে বইয়ের তিন গোয়েন্দার বাইরে তিন গোয়েন্দাকে নিয়ে নাটক বা সিনেমাও বানানো হয়েছে। থ্রি ইনভেস্টিগেটরসকে নিয়ে এ পর্যন্ত দুটি সিনেমা মুক্তি পেয়েছে আইনস্টাইনের দেশ জার্মানিতে। ২০০৭ সালে প্রথম মুক্তি পাওয়া সিনেমার নাম দ্য থ্রি ইনভেস্টিগেটরস: সিক্রেট অব স্কেলিটন আইল্যান্ড। তবে এর কাহিনি রবার্ট আর্থারের মূল বইটির মতো নয়। এ সিনেমাতে দেখা যায় থ্রি ইনভেস্টিগেটরস আফ্রিকা গিয়েছে কুখ্যাত ছবি চোর ভিক্টর হিউজিনি ধরতে। ২০০৯ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি দ্য থ্রি ইনভেস্টিগেটরস: দ্য সিক্রেট অব টেরর ক্যাসল। এতেও মূল কাহিনি থেকে বেশ রদবদল করেছেন পরিচালক বক্সমেয়ার। তবুও ভক্তমহলে বেশ প্রশংসিত হয়েছে দুটি সিনেমাই।
আমাদের দেশেও কিন্তু তিন গোয়েন্দার কাহিনি নিয়ে নাটক তৈরি হয়েছে। কয়েক বছর আগে চ্যানেল আইয়ে তিন গোয়েন্দাকে নিয়ে প্রথম নাটকটি প্রচারিত হয়েছিল। আর এ বছর মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচারিত হচ্ছে তিন গোয়েন্দাকে নিয়ে বানানো ধারবাহিক নাটক। রকিব হাসানের অপারেশন কক্সবাজার বইয়ের কাহিনি অবলম্বনে ধারাবাহিকটির কাহিনি বিন্যাস ও নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক পিন্টু। পরিচালনা করেছেন আবুল হোসেন খোকন।