ডেক্সটারের হতাশ করল
টেলিভিশন ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় খুনির শেষটা কেমন হবে? শেষ সিজনের প্রোমো দেখেই বোঝা যাচ্ছিল, টানটান উত্তেজনা অপেক্ষা করে আছে ভক্তদের জন্য। তবে হতাশই হতে হলো তাঁদের। অনেকেই বলছেন, সিনফেল্ডের পর টেলিভিশনের সবচেয়ে বাজে শেষ হলো ডেক্সটারের।
ডেক্সটার আত্মহত্যা করবে না ধরা দেবে, এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছিল ভক্তদের মনে। সেদিক দিয়ে চমক অবশ্য পেয়েছেন তাঁরা। ছেলে হ্যারিসন আর প্রেমিকা হানাকে নিয়ে আর্জেন্টিনায় নতুন জীবন শুরু করার কথা ছিল তার। পালানোর ঠিক আগে সে খবর পেয়ে আক্রান্ত হয়েছে ডেব। গুলিবিদ্ধ ডেবের বাঁচার কোনো আশা নেই দেখে তার লাইফ সাপোর্ট মেশিন নিজের হাতেই খুলে নেয় ডেক্সটার। আর তার পরই নৌকাডুবিতে নিজের মৃত্যুর ঘটনা সাজায়, মাঝারি কোনো মাপের বলিউডি সিনেমার নায়কের মতোই। শেষমেশ পালিয়ে যায় সে মিয়ামি থেকে দূরে, পরিচিত ব্যক্তিদের ছেড়ে। স্বেচ্ছা নির্বাসন দিয়েই তাই শেষ হলো ডেক্সটারের।
সিজন নয়, চালু করার ইচ্ছা নেই নির্মাতাদের। আর ডেবকে ছাড়া ভক্তরাও ডেক্সটার দেখতে রাজি নয় বলেই মনে হচ্ছে।
ডেক্সটাররূপী মাইকেল সি. হল সম্প্রতি ঘুরে গেলেন বাংলাদেশ।