মন খারাপ থাকলে গান কাজ করে ওষুধের মতো। আবার মন ভালো থাকলে, ভালো মন আরও ভালো করে দিতে একটা গানই যথেষ্ট। আবার কিছু গান যেন চিরকালের। সব সময়ের সব শ্রোতার গানের তালিকায় স্থায়ী খুঁটি গাড়তে সক্ষম। সেটি হয় গানের কথার জন্য বা কখনো সুরের জন্য।
আচ্ছা, গ্রামের সরু পথগুলো দিয়ে বেগে ছুটে যাওয়ার সময় কার কোন গানটা নিজ কানে নিজের অজান্তেই বাজতে থাকে? জন ডেনভারকে এ প্রশ্ন জিজ্ঞেস করায় সে কী উত্তর দিত? তার সেই অসাধারণ গানটা শুনছে অনেকেই। ‘টেক মি হোম কান্ট্রি রোড’ গানটা যতবারই শোনা হোক না কেন, প্রতিবারই নতুন লাগে। প্রতিবারই মনে হবে, গানটার মাধ্যমে ডেনভার কিছু বলতে চাইছেন।
জন ডেনভারের বন্ধু, বিল ড্যানোফ ও ট্যাফি নিভার্ট মিলে গানটি লেখা শুরু করেছিলেন। তবে শেষপর্যন্ত গানটিতে ইতি টেনেছিলেন তিনজন একসঙ্গে। বিল ও ট্যাফি যখন জনের কাছে গানটি নিয়ে গেলেন, তখন জন এক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা পেয়েছেন। কিন্তু জন দমবার পাত্র নন। গানটিতে ট্যাফির কণ্ঠস্বরও শোনা যায়, যা গানে নতুন মাত্রা যোগ করে।
বিল আর ট্যাফি চেয়েছিলেন, জনি ক্যাশের গলায় গানটি সাজুক! তবে সত্তর দশকের এই গান এখনো সব বয়সের শ্রোতারা ডেনভারের কারণেই শুনে থাকেন।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের পথ ছিল গানটি লেখার পেছনে অনুপ্রেরণা। ১৯৬৯ সালে দেখা ক্লপার রোডের কাছের এই চৌরাস্তা এখনো অক্ষত আছে। মজার ব্যাপার হলো, তাঁদের কেউই কিন্তু ওয়েস্ট ভার্জিনিয়ান নন। অথচ এই গানই দিগিবদিক থেকে ভ্রমণপিপাসুদের এই জায়গায় টেনে আনতে যথেষ্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া প্রদেশের প্রাদেশিক সংগীত এই গানটি।
চলো গানটির কথা দেখে নিই—
Almost heaven, West Virginia,
Blue ridge mountain, Shenandoah river,
Life is old there, older than the trees,
Younger than the mountains, growing like a breeze
Country roads, take me home
To the place I belong,
West Virginia,
Mountain mamma, take me home
Country roads
All my memories, gather round her
Miner’s lady, stranger to blue water
Dark and dusty, painted on the sky
Misty taste of moonshine, teardrops in my eye
Country roads ...
I hear her voice in the morning hour she calls me
Radio reminds me of my home far away
Driving down the road I get a feeling
That I should have been home yesterday, yesterday
Country roads ...
I hear her voice in the morning hour she calls me
Radio reminds me of my home far away
Driving down the road I get a feeling
That I should have been home yesterday, yesterday
Country roads ...
চমৎকার এই গানটি ‘মেঠো পথ’ নামে বাংলায় ভাবানুবাদ করে গেয়েছেন সুমন ও নাজিয়া। চলো গানটির কথা দেখে নিই—
ছোট্ট নদীর তীর ঘেঁষে
পাহাড়ঘেরা আমার সেই দেশ
কল্পনাতে ছবি আঁকি
মাতাল হাওয়ায় ভাসছে যেন সবই
মেঠো পথ, নিয়ে যায়
আমাকে, পাহাড়ের সেই দেশে
যেখানে, আমার জীবন
মেঠো পথ...
প্রতিদিনই মনে পড়ে
কত স্মৃতি সেই পাহাড়ি দেশের
রাতের আধারে রঙিন আকাশ
চোখের অশ্রু আর নীল জ্যোৎস্না
মেঠো পথ, নিয়ে যায়
আমাকে, পাহাড়ের সেই দেশে
যেখানে, আমার জীবন
মেঠো পথ...
শুনি তার কথা আমি প্রতিদিন সকালে
ইচ্ছে করে ছুটে যাই আবার অতীতে
কে যেন বলে ওঠে আমার এই হৃদয়ে ফিরে এসো আমার কাছে...
মেঠো পথ...