ক্যান্সারে মারা যান ব্ল্যাক প্যান্থার চ্যাডউইক বোজম্যান

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে রয়েছে অনেকগুলো জনপ্রিয় চরিত্র। এর মধ্যে ব্ল্যাক প্যান্থার অন্যতম। এই লেখায় কিছুটা জেনে নেওয়া যাক ব্ল্যাক প্যান্থার সম্পর্কে।
ব্ল্যাক প্যান্থার | নাম: টি’চালা | অভিনেতা: চ্যাডউইক বোজম্যান

ইউনিভার্সের সবচেয়ে মূল্যবান ধাতু ভাইব্রেনিয়ামের ঘাঁটি বলা হয় ওয়াকান্ডাকে। শক্তিতে, প্রযুক্তিতে অনেক এগিয়ে গেলেও বাইরের পৃথিবীর কাছে নিজেদের গোপন করে রাখে ওয়াকান্ডা। সেই ওয়াকান্ডার রাজা হলো ‘ব্ল্যাক প্যান্থার’। ওয়াকান্ডার জন্য ‘ব্ল্যাক প্যান্থার’ একটি উপাধি, এই পদে আসীন হন ওয়াকান্ডার রাজা। ঔষধি ফুলের রস থেকে অতিমানবীয় শক্তি লাভ করে ব্ল্যাক প্যান্থাররা। রাজা টি’চাকা মারা যাওয়ার পর ওয়াকান্ডার রাজা হিসেবে অভিষেক হয় তার সন্তান টি’চালার। পৃথিবীতে থানোসের আক্রমণ শেষ হয় ওয়াকান্ডার মাটিতে। তার এক তুড়িতে ভষ্ম হয়ে যায় অর্ধেক ইউনিভার্স। 

২০২০ সালের ২৮ আগস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ব্ল্যাক প্যান্থার অভিনেতা চ্যাডউইক বোজম্যান। তার সম্মানার্থে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে টি’চালা চরিত্রটিরও মৃত্যু দেখানো হয়। ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার মুভিতে টি’চালার ছোটবোন শুরিকে দেখা যায় ব্ল্যাক প্যান্থারের চরিত্রে।