নভেম্বরে আসছে জুটোপিয়া ২

জুটোপিয়া ২কোলাজ: স্ক্রিন র‍্যান্ট

প্রথমবারের মতো এবারও জুডি হপস (জেনিফার গুডউইন) এবং নিক ওয়াইল্ডকে (জেসন বেটম্যান) নামতে হয় জুটোপিয়ার রঙিন এবং বৈচিত্র্যময় শহরে নতুন রহস্য উদ্‌ঘাটনে। তবে এবার তাদের চ্যালেঞ্জটি যেন আরেকটু কঠিন। এবার শুধু শহরের নিরাপত্তা নয়, সেই সঙ্গে তাদের বন্ধুত্ব নিয়েও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। প্রথম চলচ্চিত্রের মতো এই সিকুয়েলেও রয়েছে রোমাঞ্চকর সব অ্যাডভেঞ্চার এবং মজার সব সংলাপ। জ্যারেড বুশ এবং বায়রন হাওয়ার্ড পরিচালিত বহুল প্রতীক্ষিত সিকুয়েল জুটোপিয়া ২ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ২৬ নভেম্বর।

আরও পড়ুন