দ্য স্মার্ফস মুভি নিয়ে সুখবর
ক্রিস মিলারের পরিচালনায় এবং রিহানা, জো ম্যাঙ্গানিয়েলো, ও জ্যাক ম্যাকব্রেয়ারের কণ্ঠে প্রাণবন্ত অ্যানিমেটেড চলচ্চিত্র দ্য স্মার্ফস মুভি। আসছে ১৮ জুলাই ইতালিতে মুক্তি পেতে যাচ্ছে এই চলচ্চিত্র। এখানে স্মার্ফদের প্রিয় গ্রামটি হঠাৎ এক রহস্যময় বিপর্যয়ের শিকার হয়। ফলে গ্রামটিকে হারিয়ে ফেলে তারা। বিপদগ্রস্ত গ্রামটি ফিরে পাওয়ার আশায় স্মার্ফরা একত্র হয়ে এক দুঃসাহসিক অভিযানে পা বাড়ায়। আর এ নিয়েই গড়ে ওঠে গল্প। এই যাত্রায় তাদের মুখোমুখি হতে হয় কঠিন সব বিপদ, ধাঁধা এবং চ্যালেঞ্জের। শেষে কি তবে নিজেদের প্রিয় গ্রামটি উদ্ধার করতে পারে তারা? তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে তোমাদের।
আরও পড়ুন