কারা পেলেন ৯৬তম অস্কারের সোনালি পদক

অস্কার পাওয়ার পর কিলিয়ান মার্ফি। এএফপি

বাংলাদেশ সময় আজ সোমবার ১১ মার্চ ভোরে অনুষ্ঠিত হয় ৯৬তম অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় চলচ্চিত্র জগতের সেরাদের। চলচ্চিত্র জগতের মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা বিভিন্ন কাজকে সম্মানিত করা হয়েছে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (AMPAS) প্রায় ১১ হাজার ভোটার নির্বাচন করেছেন বিজয়ীদের। ৯৬তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট ২৩টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে ২৫ জন বিজয়ীকে।

নির্ধারিত সময়ের কিছুটা সময় পর শুরু হয় অনুষ্ঠানটি। শুরুর আগে প্রেক্ষাগৃহের সামনে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছিলেন একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। অস্কার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছিলেন ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ার জন্য। বিক্ষোভের কারণে অনুষ্ঠান শুরু করতে কিছুটা সময় লাগে। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর শুরু হয় অনুষ্ঠান। এরপর একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা লালগালিচার ওপর দিয়ে হেঁটে অনুষ্ঠানে উপস্থিত হতে থাকেন।

আরও পড়ুন

জাঁকজমকপূর্ণ অস্কারের ৯৬তম আসরের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। দর্শকদের সঙ্গে স্বভাবসুলভ রসিকতা দিয়েই অনুষ্ঠানটি শুরু করেন তিনি। কিছুক্ষণ পর অস্কারের সব কর্মীকে মঞ্চে ডেকে সম্মান জানান। অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। অনেকের ধারণা ও অনুমানকে সত্যি করে ৯৬তম অস্কারের সেরা চলচ্চিত্র হিসেবে ‘ওপেনহেইমার’–এর নাম ঘোষণা করা হয়। কেবল সেরা চলচ্চিত্রের পুরস্কারই নয়, সেরা পরিচালকসহ সাতটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’। ৫৩ বছর বয়সী ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলান প্রথম অস্কার পেলেন ‘ওপেনহেইমার’ ছবির জন্য।

অস্কারের সেই সোনালি ট্রফি।
ছবি: রয়টার্স

একনজরে দেখে নেওয়া যাক ৯৬তম অস্কারে অন্যান্য ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্ত ও বিজয়ীদের তালিকা। সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয় বেশ কয়েকটি চলচ্চিত্র। অন্যান্য মনোনীত চলচ্চিত্রকে ছাড়িয়ে সেরা চলচ্চিত্র হিসেবে নিজের অসাধারণত্ব প্রমাণ করেছে ‘ওপেনহেইমার’।

সেরা অভিনেতা

সেরা অভিনেতার জন্য মনোনীত হয়েছিলেন ব্র্যাডলি কুপার (‘মায়েস্ট্রো’), কোলম্যান ডোমিঙ্গো (‘রাস্টিন’), পল গিয়ামাট্টি (‘হোল্ডভারস’), কিলিয়ান মার্ফি (‘ওপেনহেইমার’), জেফরি রাইট (‘আমেরিকান ফিকশন’)। ‘ওপেনহেইমার’ চলচ্চিত্রে জে রবার্ট ওপেনহেইমার চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কারটি প্রথমবারের মতো জিতেছেন কিলিয়ান মার্ফি।

আরও পড়ুন

সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রীর জন্য মনোনীত প্রার্থীরা ছিলেন এমা স্টোন (‘পুওর থিংস;), অ্যানেট বেনিং (‘নিয়াড’), লিলি গ্ল্যাডস্টোন (‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’), স্যান্ড্রা হুলার (‘অ্যানাটমি অব আ ফল’), কেরি মুলিগান (‘মায়েস্ত্রো’)। ‘পুওর থিংস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন এমা স্টোন।

‘ওপেনহেইমার’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কারটি পেয়েছেন ‘দ্য হোল্ডওভারস’ চলচ্চিত্রের ডে’ভাইন জয় র‌্যান্ডলফ। জাপানি অ্যানিমেশন ফিল্ম ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরন’–এর জন্য দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিয়েছেন জাপানি নির্মাতা হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি। ৯৬তম অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। নাৎসি শাসনামলের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্র একটি পরিবারের গল্প তুলে ধরে, যাদের বাড়ি ছিল নাৎসি ক্যাম্পের পাশেই।

ওপেনহেইমার–এর দৃশ্য
ছবি: আইএমডিবি

সেরা চিত্রগ্রাহক হয়তে ফন হয়তেমা (‘ওপেনহেইমার’), সেরা পোশাক পরিকল্পনা ‘পুওর থিংস’ (হলি ওয়াডিংটন), সেরা চলচ্চিত্র সম্পাদনা ‘ওপেনহেইমার’–এর জন্য জেনিফার লেম, সেরা রূপসজ্জা ও চুলসজ্জা ‘পুওর থিংস’ চলচ্চিত্রের নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার। সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘দ্য লাস্ট রিপেয়ার শপ’, সেরা প্রামাণ্যচিত্র ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’, সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ‘ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো’।

আরও পড়ুন

‘ওপেনহেইমার’ চলচ্চিত্রের মৌলিক আবহসংগীতের জন্য অস্কার পেয়েছেন লুদবিগ গোরানসন। সেরা মৌলিক গান ‘বার্বি’ চলচ্চিত্রের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ গানটির গীতিকার ও সুরকার বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল। সেরা সাউন্ডে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’–এর জনি বার্ন ও টার্ন উইলার্স। সেরা ভিজ্যুয়াল ইফেক্টস ‘গডজিলা মাইনাস ওয়ান’ সিনেমার তাকাশি ইয়ামাজাকি, কিয়োকো শিবুয়া, মাসাকি তাকাহাশি, তাতসুজি নোজিমা। সেরা শিল্পনির্দেশনা ‘পুওর থিংস’ সিনেমার জেমস প্রাইস, শনা হিথ ও জুজা মিহালেক। ৯৬তম অস্কারে সম্মানসূচক অস্কার পেয়েছেন আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট, আমেরিকান কমেডিয়ান, চিত্রনাট্যকার ও পরিচালক মেল ব্রুকস, চলচ্চিত্র সম্পাদক ক্যারল লিটেলটন এবং শেষ জিন হার্শোল্ট মানবিক অ্যাওয়ার্ড পেয়েছেন সানড্যান্স চলচ্চিত্র উৎসবের নির্বাহী মিশেল স্যাটার।