ঈদে দেশের বাইরে থাকা মানুষদের কষ্টটা উপলব্ধি করতে পেরেছিলাম—শেখ ইশতিয়াক

শেখ ইশতিয়াক

আমার জীবনের স্মরণীয় ঘটনা হলো ঈদ করতে না পারা। আমরা পেশাদার মিউজিশিয়ান। অনেক সময় ঈদের দিনও আমাদের শো থাকে। ফলে পরিবারের সঙ্গে ঈদ করতে পারি না। যেহেতু আমরা ফ্যানদের সঙ্গে কমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ), ফলে সব সময় কথা রাখি।

এক ঈদের কথা মনে পড়ছে। আমার বাড়ি চট্টগ্রাম। পরিবারের সবাই চট্টগ্রামেই থাকেন। মিউজিকের জন্য আমি ঢাকায় থাকি। ২০১৭ সালে এক ঈদের দিন বিকেলে ঢাকায় একটি শো ছিল। পরিবারের সঙ্গে ঈদের আনন্দকে বাদ দিয়ে আমাকে শো করতে ঢাকায় আসতে হয়েছিল। সেবারই প্রথম পরিবারের বাইরে ঈদ করেছিলাম।

ঈদ বাংলাদেশের মানুষের কাছে বড় একটি উৎসব। গত বছরের ঈদের কথা বলি, সেই ঈদে আমরা (শিরোনামহীন) প্যারিসে ছিলাম। ঈদের দিন বাসায় উৎসব হচ্ছে, আর আমরা দেশ থেকে বহুদূরে। খারাপ লেগেছিল। পরিবার ছাড়া অনেকে ঈদ করেন, বিশেষ করে দেশের বাইরে থাকা মানুষদের কষ্টটা উপলব্ধি করতে পেরেছিলাম।

আরও পড়ুন