আসছে সুপারম্যান
সুপারম্যান
মুক্তির তারিখ: ১১ জুলাই ২০২৫
সুপারহিরো শব্দটার সঙ্গে যদি কারও নাম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, তবে সেই চরিত্রটির নাম নিঃসন্দেহে সুপারম্যান। সুপারহিরো বলতে ঠিক যা বোঝায়, সুপারম্যান যেন তার সবকিছুই। পুরো এক দশক পর নিজের সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় আসছেন সুপারম্যান। ভিন্ন অভিনেতা, ভিন্ন পরিচালক, এমনকি সম্পূর্ণ ভিন্ন সিনেমাটিক ইউনিভার্সের হয়ে। জেমস গানের পরিচালিত ‘সুপারম্যান’ হতে চলেছে নতুন শুরু হতে চলা ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা।
সুপারম্যান চরিত্রে দেখা যাবে, মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। অন্যদিকে লোইস লেইন চরিত্রে থাকবেন র্যাচেল ব্রোসনাহান। সিনেমার ভিলেন হিসেবে দেখা মিলবে ‘বিস্ট’খ্যাত অভিনেতা নিকোলাস হোল্টকে। লেক্স লুথর চরিত্রের জন্য চুল শেভ করে আলোচনার শীর্ষে তিনি। ইতিমধ্যে ‘লুকআপ’ টিজার দিয়ে শুধু সুপারহিরো নয়, সব পর্যায়ের ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সুপারম্যান। এটিকে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা বললেও খুব একটা ভুল হবে না।
গুঞ্জন আছে মার্ভেলের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ব্লেড’ ও সিরিজ ‘আয়রনহার্ট’ মুক্তি পেতে পারে এ বছর। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কারও কাছ থেকে। এ ছাড়া অ্যামাজন প্রাইমের সুপারহিরো সিরিজ ‘ইনভিনসিবলস’-এর তৃতীয় মৌসুম মুক্তি পাচ্ছে এ বছর। তবে অতিরিক্ত রক্ত দেখে ভয় পেলে এ সিরিজটি না দেখাই উত্তম। সব মিলিয়ে উদ্যাপনের একটা বছর অপেক্ষা করছে সুপারহিরো–ভক্তদের জন্য, সেটা বলে দেওয়াই যায়।