ব্যক্তিগত অ্যাসাসিন শাং-চি
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে রয়েছে অনেকগুলো জনপ্রিয় চরিত্র। এর মধ্যে শাং-চি অন্যতম। এই লেখায় কিছুটা জেনে নেওয়া যাক শাং-চি সম্পর্কে।
নাম: শাং-চি | অভিনেতা: সিমু লিউ
জীবনের বড় একটা সময়জুড়ে শু ওয়েনয়ুর পরিচয় ছিল স্বৈরাচারী এক শাসক হিসেবে। টেন রিংস-এর শক্তিতে চিরযৌবন লাভ করেছিল সে। সেই শক্তিকে অপব্যবহার করে পৃথিবীর ইতিহাসজুড়ে একের পর এক রাজত্ব দখল করে সে। ‘দ্য ওয়ারিওর কিং’, ‘মাস্টার খান’ হিসেবেই তার নাম লেখা হয়েছে ইতিহাসের পাতায়। কিন্তু সবটা বদলে যায় স্ত্রী ইং লির ভালোবাসায়। বিশ্বজয়ের নেশা ত্যাগ করে সংসারে মনোযোগ দেয় শু। তাদের ঘরেই সন্তান হিসেবে জন্ম নেয় শাং-চি ও শিয়ালিং। পুরোনো শত্রুদের হাতে স্ত্রীর মৃত্যুর পর শু ফিরে যায় নিজের পুরোনো জীবনে। শাং-চিকে তৈরি করতে থাকে নিজের ব্যক্তিগত অ্যাসাসিন হিসেবে। নিজের প্রথম মিশন পূরণ করতে পাঠানোর পর যুক্তরাষ্ট্রে পা রেখেই কেটে পড়ে সে। ‘শন’ পরিচয়ে বসবাস করতে থাকে সেখানে।
মায়ের জন্মস্থান ‘টা-লো’ ডাইমেনশনকে রক্ষা করতে বাবার মুখোমুখি হয় শাং-চি। ‘ডুয়েলার অব ডার্কনেস’-এর কাছে ওয়েনয়ু পরাজিত হলে ‘টেন রিংস’-এর মালিকানা বর্তায় শাং-চির ওপর।