কিশোর আলোর ১০ বছর
জাদুর ভেলকিতে কালো লাঠি হয়ে গেল রঙিন কাপড়
কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘নগদ কিআ কার্নিভ্যাল ২০২৩’। জনপ্রিয় মডেল, অভিনেতা ও অভিনেত্রীদের পাশাপাশি ছিলেন জাদুকর, বিটবক্সার আর গানের শিল্পী। তাঁদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে জমজমাট এক কার্নিভ্যাল। মঞ্চে এসে দেখিয়েছেন জাদু, করেছেন বিটবক্সিং, গেয়েছেন গান। কী করেছিলেন তাঁরা?
স্বপন দিনারের জাদুর ভেলকি
মঞ্চে এসে মুহূর্তেই মাতিয়ে তোলেন জাদুকর স্বপন দিনার। তিনি শুধু জাদু দেখিয়ে যাননি; বরং দর্শকদের সঙ্গে আলাপচারিতায় আকর্ষণীয় করে তোলেন পরিবেশনা। তাঁর জাদুতে গোলাকার তিনটি বৃত্তাকার হুপ সামনে রেখে মন্ত্র বললেই জাদুর মতো জটলা বাঁধা হুপগুলো আলাদা হয়ে যায়। কালো স্টিক হয়ে যায় রঙিন কাপড়! গল্প বলতে গিয়ে তিনটি আলাদা দড়ি এক করে ফেলেন! জাদুর ভেলকি স্বচক্ষে দেখলেও বিশ্বাস হয় না। একটা কালো ব্যাগ চোখের সামনে বাংলাদেশের পতাকা হয়ে যায়! প্লাস্টিকের হাতুড়ি দেখে হেসে ওঠে খুদে দর্শকেরা। কিশোর আলোর পাঠকেরা স্বপন দিনারের জাদু দেখে মুগ্ধ হয়েছে। জোরালো করতালি দিয়ে স্বাগত করেছে তাঁকে।
বিটমসফিয়ারের বিটবক্সিং
দুপুরের বিরতি ততক্ষণে শেষ। সবাই আবার এসে মঞ্চের সামনে রাখা আসনে ধীরেসুস্থে বসছে। এমন সময় স্টেজ কেঁপে উঠল বিটমসফিয়ারের বিটবক্সিংয়ে। কিশোরদের উন্মাদনা তখন চোখে পড়ার মতো। কৌতূহল নিয়ে উঁকি দিচ্ছে খুদে দর্শকেরা। আর তা হবে নাই–বা কেন? কেবল মুখের কাছে মাইক্রোফোন নিয়ে তারা যে কারিকুরি দেখাচ্ছে, তাতে যে কারোরই চোখ কপালে ওঠার জোগাড়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিটমসফিয়ারের দুর্দান্ত স্ক্রিপ্ট। যেখানে ছিল হিউমার, গাড়ি চালানোর ভ্রম ও জনপ্রিয় সব গানের ফিউশন। ভিন্ন পরিবেশনায় শোনা হলো স্টয়িক ব্লিস থেকে শুরু করে ইমাজিন ড্রাগনস, কোক স্টুডিও বাংলা এবং অর্ণবের গানও। ‘বিলিভার’, ‘ভবের পাগল’ কিংবা ‘তোমার জন্য’—বিটমসফিয়ারের সঙ্গে মেতেছে সবাই, সব গানে, সমান তালে।
সুরে সুরে মেতে ওঠা
আতিয়া আনিসা মেরিল-প্রথম আলো পুরস্কারপ্রাপ্ত শিল্পী। বললেন, ‘কিআ কার্নিভালে আসতে পেরে আমি খুব খুশি। ফুরফুরে মেজাজে আছি একদম।’ শোনালেন আইয়ুব বাচ্চুর বিখ্যাত ‘সেই তুমি’ ও পরাণ সিনেমার গান ‘চল নিরালায়’। পেশাদার সংগীতশিল্পীদের পাশাপাশি গান শোনায় কিশোর আলোর স্বেচ্ছাসেবক আরেফিন ফয়সালও। ব্যান্ড আফটারম্যাথ বাংলাদেশের গান কাভার করে সে। তাকে গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় কিশোর আলোর প্রতি।
হাওয়া সিনেমার ‘সাদা সাদা কালা কালা’র সুবাদে এরফান মৃধা শিবলু এখন জনপ্রিয় মুখ। সম্প্রতি কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ তাঁর খ্যাতি বাড়িয়ে দিয়েছে। তাঁর সঙ্গে গানে গানে গলা মেলাল প্রত্যেকেই। কিশোর আলোর আয়োজনে আমন্ত্রণ জানানোয় শিবলু ধন্যবাদ জানালেন। আশা রাখলেন, এই শিশু-কিশোরেরা বড় হয়ে এগিয়ে নিয়ে যাবে সবাইকে।
কার্নিভ্যালে লেখক দল : আমাতুননূর বুশরা, মৃণাল সাহা, মোহাম্মাদ উল্লাহ জাফরী, সামিহা হায়দার ও আহমাদ মুদ্দাসসের