ব্ল্যাক উইডোর ডাকে অ্যাভেঞ্জার্সে হকআই

হকআই | নাম: ক্লিন্টন ফ্র্যান্সিস বার্টন | অভিনেতা: জেরেমি রেনার

একবিংশ শতাব্দীর শুরুতে শিল্ডে যোগ দেয় হকআই। বিশ্বস্ততা ও একাগ্রতা দিয়ে দ্রুতই নিক ফিউরির আস্তাভাজন হয়ে ওঠে ক্লিন্ট। ব্ল্যাক উইডোকে নিযুক্ত করা, থরের ওপর নজরদারি, প্রজেক্ট পেগাসাসের দেখভাল করা—এককথায় ফিউরির ‘আই ইন দ্য এয়ার’ ছিল সে। লোকির নিউইয়র্ক আক্রমণের প্রথম শিকার ক্লিন্ট বার্টন। মাইন্ড কন্ট্রোলে তাকে বশ করেই অ্যাভেঞ্জার্সের ওপর প্রথম আঘাত হানে লোকি।

শিল্ড এবং অ্যাভেঞ্জার্সের বাইরেও স্ত্রী-সন্তান নিয়ে নিজের পরিবার আছে ক্লিন্টের। ফিউরির সহায়তায় বাইরের দুনিয়া থেকে গোপন রাখা হয়েছে তার স্ত্রী-সন্তানদের পরিচয়। আলট্রনের হাত থেকে পৃথিবীকে রক্ষা করে অ্যাভেঞ্জার্স থেকে অবসরে যায় ক্লিন্ট। 

ক্যাপ্টেন আমেরিকার ডাকে দ্রুতই অবসর ভেঙে সোকোভিয়া অ্যাকর্ডের পক্ষে অবস্থান নেয় সে। জেনারেল রসের সঙ্গে চুক্তি করে গৃহবন্দী হিসেবে পরিবারের সঙ্গে অবসরজীবন উপভোগ করতে থাকে হকআই। থানোসের স্ন্যাপে সবাইকে হারিয়ে হকআই হয়ে ওঠে রোনিন। ব্ল্যাক উইডোর ডাকে অ্যাভেঞ্জার্সে ফেরত আসে হকআই। সৌল স্টোন উদ্ধারের জন্য ভরমিরে গিয়ে প্রিয় বন্ধু নাতাশা রোমানফকে হারায় সে। ব্যাটল অব আর্থের পর অ্যাভেঞ্জার্স থেকে পাকাপাকি অবসর নেয় হকআই। তবে অবসর নিলেও ইয়াং অ্যাভেঞ্জার কেইট বিশপের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছে ক্লিন্ট বার্টন।