আসছে অ্যানিমেশন 'ডগ ম্যান'
অদ্ভুত এক সুপারহিরো। নাম তার ডগ ম্যান। অর্ধমানব এবং অর্ধকুকুর—নাম দিয়েই চেনা যায় যাকে। ডেভ পিলকের জনপ্রিয় গ্রাফিক নভেলের ওপর ভিত্তি করে তৈরি এই মুভির মূলে রয়েছে মজাদার চরিত্রের সাহসী পুলিশ অফিসার ডগ ম্যান। শহরের দুষ্ট অপরাধীদের বিরুদ্ধে তাঁর বুদ্ধি আর সাহসিকতার লড়াই নিয়ে তৈরি এই চলচ্চিত্র শুধু বিনোদনই নয়, বরং তোমাদের জোগাবে অনুপ্রেরণাও।
সুপারহিরো ডগ ম্যানের রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি এই মুভির পরিচালনায় আছেন পিটার হেস্টিংস। ডগ ম্যানের চরিত্রকে জীবন্ত করতে তুলতে এতে কণ্ঠ দিয়েছেন পিট ডেভিডসন। ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এই ডগ ম্যান। হাস্যরস, অ্যাডভেঞ্চার এবং হৃদয়স্পর্শী মুহূর্তে পরিপূর্ণ এই সিনেমা ছোট-বড় সবার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হতে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আরও পড়ুন