ঈদে ‘ছাড়পত্র’ অ্যালবাম কি‌নে‌ছিলাম

রাফা

রাফা

তখন আমি ক্লাস নাইন কিংবা টেনে পড়তাম। তখন স‌বে মিউজি‌কের প্রতি মোহ তৈ‌রি হ‌তে শুরু ক‌রে‌ছে। এক ঈদের দি‌নে কা‌জিন‌দের স‌ঙ্গে অ্যালবাম কিন‌তে গি‌য়ে‌ছিলাম। সেবার ‘ছাড়পত্র’ অ্যালবামটা বের হ‌য়ে‌ছে। অ্যালবা‌মে দে‌শের শীর্ষ ব্যান্ডের গান ছিল। আমরা অ্যালবামটা‌ কি‌নে‌ছিলাম। বাসায় ফি‌রে শুেন‌ছিলাম সবাই মি‌লে। ওই অ্যালবামে অর্থহীনের ‘আত্মহনন’, আর্টসেলের ‘অদেখা স্বর্গ’, ক্রিপটিক ফেইটের ‘চলো বাংলাদেশ’, ব্ল্যাকের ‘চেনা দুঃখ’ গানগুলো ছিল। অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ‌টিক ফেইটের গান শুনে মুগ্ধ হ‌য়ে‌ছিলাম। তখন আবিষ্কার ক‌রে‌ছিলাম, আমা‌দের মিউজিক কতটা সমৃদ্ধ। ঈদের সেই স্মরণীয় স্মৃ‌তি এখনো আমা‌কে এক লহমায় কৈ‌শো‌রে ফি‌রি‌য়ে নি‌য়ে যায়।

আরও পড়ুন