এ বছরই তোমাদের জন্য আসতে যাচ্ছে একঝাঁক নতুন অ্যানিমেটেড মুভি। চলো জেনে নেওয়া যাক কবে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রত্যাশিত মুভিগুলো।
১. দ্য সুপার মারিও ব্রোস মুভি (৫ এপ্রিল ২০২৩)
এ বছর মুক্তির অপেক্ষায় থাকা অন্যতম আলোচিত অ্যানিমেশন মুভির তালিকায় রয়েছে দ্য সুপার মারিও ব্রোস মুভি। ৫ এপ্রিল বড় পর্দায় দেখা যাবে মুভিটি।
২. স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স: প্রথম অংশ (২ জুন ২০২৩)
২০১৮ সালে মুক্তি পাওয়া স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স ছিল স্পাইডার-ম্যান ভক্তদের জন্য দারুণ এক উপহার। প্রচুর প্রশংসা কুড়ানোর পাশাপাশি বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছিল মুভিটি। স্পাইডার-ম্যান–ভক্তদের আবারও আনন্দে ভাসাতে আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স-এর প্রথম অংশ। শুধু তা–ই নয়, ২০২৪ সালের মার্চের দিকে মুক্তি পেতে পারে এই সিনেমার দ্বিতীয় অংশ।
৩. এলিমেন্টাল (১৬ জুন ২০২৩)
মনে করো, তুমি নিজের চোখের সামনে দেখছ এমন এক শহর, যেখানে বাতাস, আগুন, পানির মতো উপাদানগুলো তোমার মতো হাঁটে, কথা বলে। তাদের প্রত্যেকেরই যেন আছে নিজস্ব সত্তা। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেশন মুভি এলিমেন্টাল। আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চমৎকার গল্পের এই মুভি।
৪. উইশ (২২ নভেম্বর ২০২৩)
কার্টুন ও অ্যানিমেশন–জগতের অন্যতম নাম ‘ডিজনি’। ২০২৩ সালে ১০০ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে বিশ্বখ্যাত এই প্রযোজনা প্রতিষ্ঠান। এ উপলক্ষে তারা নিয়ে আসছে উইশ নামের একটি অ্যানিমেশন। এই মুভিতে স্লিপিং বিউটি, স্নো হোয়াইট কিংবা জেসমিনের মতো আরও এক প্রিন্সেসের দেখা পাবে তোমরা। শুধু তা–ই নয়, ডিজনির পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে টু-ডি আর আধুনিক সিজিআই—এই দুইয়ের সংমিশ্রণে নির্মাণ করা হয়েছে উইশ। ১৭ বছর বয়সী প্রিন্সেস আশাকে নিয়ে তৈরি এই সিনেমা মুক্তি পাবে এ বছরের ২২ নভেম্বর।
৫. চিকেন রান: ডন অব দ্য নাগেট (নভেম্বর ২০২৩)
২০০০ সালে মুক্তি পায় চিকেন রান মুভিটি। দীর্ঘ প্রায় দুই দশক পর এ বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে চিকেন রান: ডন অব দ্য নাগেট চলচ্চিত্রের।
৬. নিমোনা (২০২৩)
নিমোনা কমিক সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ও কমেডি ধারার এই মুভিটিও মুক্তি পাবে এ বছর।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মিউট্যান্ট ম্যাহেম, ট্রলস থ্রি: ট্রলস ব্যান্ড টুগেদার এবং স্টুডিও গিবলির হাও ডু ইউ লিভ-এর মতো দারুণ সব মুভি। নিঃসন্দেহে একটি দারুণ বছর হতে যাচ্ছে অ্যানিশেনপ্রেমীদের জন্য!