বাংলাদেশের ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সাধারণত ওপরের দিকেই থাকে। সেই শ্রীমঙ্গলে প্রথমবারের মতো কনসার্ট করতে আসছে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচার। এ উপলক্ষে ফেসবুকে ‘অডভেঞ্চার’ নামে একটি ইভেন্ট পেজও খোলা হয়েছে। ২২ ডিসেম্বর সন্ধ্যায় প্রাকৃতিক পরিবেশে গান, গল্প আর দুর্দান্ত কিছু চমক নিয়ে শ্রীমঙ্গলের সংগীতপ্রেমীদের সামনে উপস্থিত হবে এই ব্যান্ড।
এই আয়োজনে তারা গাইবে তাদের প্রকাশিত-অপ্রকাশিত গানগুলো। বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করবে আনন্দ–বেদনার গল্প। আয়োজনে থাকছে ব্যান্ড সদস্যদের সঙ্গে সরাসরি গল্প করার সুযোগ। প্রশ্নোত্তর পর্ব ছাড়াও থাকছে ওপেন মাইক সেশন। উপস্থিত থাকবেন একজন বিশেষ অতিথিও। এই অতিথির পরিচয় জানতে চলে আসতে হবে কনসার্টে।
কিশোর-তরুণদের পছন্দের ব্যান্ড অড সিগনেচারের জনপ্রিয় গান আছে অনেক। ‘তুমিও পারো’, ‘প্রস্তাব’, ‘ঘুম’-এর মতো দারুণ সব গান উপহার দিয়েছে দলটি। ২০১৭ সালে গঠিত এই ব্যান্ড অল্প দিনেই জনপ্রিয়তা পেয়েছে শ্রোতাদের কাছে। এখন তাদের ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্নের মতো গানগুলো সবার মুখে মুখে।
কিশোর আলোর দশম জন্মবার্ষিকীর আয়োজন ‘নগদ কিআ কার্নিভ্যাল–২০২৩’-এর মঞ্চ মাতিয়েছিল অড সিগনেচার। এর আগে তারা এসেছিল মাসিক সভা কিআড্ডায়ও। গত আগস্ট মাসে কিশোর আলোর সভাকক্ষে কিআর বন্ধুদের সঙ্গে আড্ডায় গল্পের ফাঁকে ফাঁকে তারা গেয়েছিল তাদের জনপ্রিয় কিছু গান।
শ্রীমঙ্গলের এই কনসার্টটিতেও সঙ্গে আছে কিশোর আলো। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে তোমাদের প্রিয় এই ম্যাগাজিন। কনসার্টে আসনসংখ্যা সীমিত। টিকিট সংগ্রহ করতে হবে তাই দ্রুতই।
শ্রীমঙ্গলে অড সিগনেচার
তারিখ: ২২ ডিসেম্বর ২০২৩
ভেন্যু: নির্জন নেচারস হাইডআউট, শ্রীমঙ্গল, সিলেট
ইভেন্ট পেজ থেকে ঘুরে আসতে ভিজিট করো এই লিংকটি।
টিকেট সংগ্রহ করতে হবে এখান থেকে।