যেভাবে স্পাইডারম্যান হলেন শুবমান গিল
ভারতের বিধ্বংসী ওপেনার শুবমান গিলের মূল কাজ ২২ গজে, ব্যাটের স্ট্রোকে বাজিমাত করা। সে কাজটা খুব ভালোমতোই করতে পারেন তিনি। ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স এতটাই সাবলীল যে ভারতের বর্তমান-ভবিষ্যৎ—দুটোরই কাণ্ডারি ভাবা হচ্ছে তাঁকে। ২৩ বছর বয়সী ব্যাটসম্যানকে সুনীল গাভাষ্কার আদর করে ডাকেন ‘Sooth-man’। গিলের ব্যাটিং এতটাই প্রশান্তি দেয় যে চোখ সরানো দায়। এই Sooth-man গিল হতে চলেছেন নতুন ‘স্পাইডারম্যান’!
স্পাইডারম্যানকে নিশ্চয়ই আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। কমিক বুক ইতিহাসের সর্বকালের সেরা চরিত্রগুলোর তালিকা করলে শীর্ষে থাকবে স্পাইডারম্যানের নাম। সিনেমা থেকে শুরু করে টিভি পর্দা কিংবা কমিক বুকের পাতা—স্পাইডারম্যান মানেই অন্য রকম এক আলোড়ন। বাচ্চা থেকে শুরু করে বুড়ো, স্পাইডারম্যানের দর্শক সবাই। আগামী ২ জুন বাংলাসহ ১০টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। আর তাতেই যুক্ত হয়েছেন শুবমান।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স’ সিনেমার সিক্যুয়েল এটি। আগের সিনেমায় দেখা গিয়েছিল, পৃথিবীতে স্পাইডারম্যান একা নয়, বরং মাল্টিভার্সের দুনিয়ায় রয়েছে আরও অনেক অনেক স্পাইডারম্যান। তাদের সবাই পিটার পার্কার নয়, কেউ মাইলস মোরালেস, কেউ গুয়েন স্টেসি, কেউ আবার পেনি পার্কার। বলতে গেলে স্পাইডারম্যান মানে শুধু একজন মানুষ নয়, বরং স্পাইডারম্যান একটি পরিচয়। পৃথিবীভেদে স্পাইডারম্যান হয়ে উঠতে পারে যে কেউ। সামনে মুক্তি পাওয়া সিনেমাতেও থাকছে দেখা মিলবে ভিন্ন স্পাইডারম্যানের।
ভিন্ন স্পাইডার-পিপলদের মিলনমেলায় যুক্ত হচ্ছে নতুন নতুন চরিত্র। তেমনই একজন হলেন পবিত্র প্রভাকর। কাকা ভীম ও কাকী মায়ার সঙ্গে মুম্বাইয়ে বসবাস করা পবিত্র আর্থ-৫০১০১–এর স্পাইডারম্যান। প্রথমবারের মতো কমিকস থেকে তুলে আনা কোনো ভারতীয় চরিত্রকে দেখা যাবে সিনেমার পর্দায়। ব্লকবাস্টার এই হলিউড সিনেমায় পবিত্র প্রভাকরের চরিত্রে কণ্ঠ দিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান কারান সোনি। আর সেই চরিত্রের হিন্দি এবং পাঞ্জাবি ভার্শনে কণ্ঠ দিতে চলেছেন শুবমান গিল।
চলতি আইপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন শুবমান। গুজরাট টাইটানসের হয়ে ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন, দলও পয়েন্ট টেবিলের শীর্ষ চারে। আসন্ন বিশ্বকাপের দলে ঢোকার টিকিটটা অনেকটাই নিশ্চিত শুবমান গিলের। বিশ্বকাপের সঙ্গে হলিউড সিনেমাতেও নিজের প্রতিভার বাজিমাত করে নিলেন তিনি। প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার হিসেবে হলিউডের সিনেমায় কণ্ঠ দিলেন শুবমান। হলিউড সিনেমার হিন্দি ডাবিং হলে তাতে বেশির ভাগ সময়ই প্রাধান্য পান বিনোদনজগতের তারকারা। সিনেমা বা ভয়েস আর্টের সঙ্গে পরিচিতি থাকায় তাঁদের জন্য কাজটাও বেশ সহজ। কিন্তু ভারতে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে সনি পিকচার্স বেছে নিয়েছে সময়ের সেরা তরুণ তুর্কিকে। যাতে শুধু সিনেমা কিংবা স্পাইডারম্যানপ্রেমী নয়, ক্রিকেটপ্রেমী সব স্রোতাকেও আকর্ষণ করা যায় এই সিনেমার প্রতি।
শুবমানের জন্য কাজটা ছিল বেশ কঠিন। ব্যাট হাতেই তাঁর যত কাজ, ক্রিকেট মাঠেও তাঁর মুখটা বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। স্বল্পভাষী শুবমানের জন্য স্পাইডারম্যানের মতো সিনেমায় কণ্ঠ দেওয়া বেশ কঠিনই বটে। যে কারণেই বেশ বেগ পেতে হয়েছে তাঁকে। তবে নিজের প্রিয় চরিত্রতে কণ্ঠ দেওয়ার সুযোগ কজনে পায়? শুবমান খুশি তাতেই।
নিজের ইনস্টাগ্রামে খুশির সংবাদের ভিডিও প্রকাশ করে শুবমান লিখেছেন, ‘শুব-মান এখন স্পাইডারম্যান! আমাকে পবিত্র প্রভাকর হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ স্পাইডারম্যান হওয়ার আনন্দ যেন ধরে রাখতে পারছেন না ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। নিজের ভাষাতেই তাই প্রকাশ করেছেন আনন্দ। ‘ছোটবেলা থেকেই আমি বড় হয়েছি স্পাইডারম্যান দেখে। দুনিয়ার সবচেয়ে রিলেটেবল সুপারহিরোদের একজন সে। এই সিনেমা দিয়েই যেহেতু প্রথমবারের মতো কোনো ভারতীয় স্পাইডারম্যানের বড় পর্দায় অভিষেক হবে, আর সেই স্পাইডারম্যান, পবিত্র প্রভাকরের হিন্দি এবং পাঞ্জাবি ভাষার কণ্ঠস্বর হতে পারা আমার জন্য একটা অন্য রকম অভিজ্ঞতা। মনে হচ্ছে এখনই আমি একজন সুপারহিরো হয়ে গিয়েছি।’
মাঠে সহজেই ছক্কা হাঁকান শুবমান গিল। এবার দেখা যাক সিনেমার পর্দায় ঠিক কেমন ছক্কা হাঁকায় তাঁর কণ্ঠ। যদিও শুবমানকে স্পাইডারম্যান হিসেবে শুনতে চাইলে বেশ কাঠখড় পোড়াতে হবে তোমাদের। ভারত কিংবা পরবর্তী সময়ে স্ট্রিমিং সার্ভিস বাদে তাঁর কণ্ঠ শোনার সুযোগ সেভাবে হবে না তোমাদের। তবে হাজারো স্পাইডারম্যানকে একসঙ্গে দেখতে চাইলে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। এরপরই সব স্পাইডারম্যানকে একসঙ্গে দেখতে পারবে বড় পর্দায়।