ভারতের মৈত্রী কনসার্টে আফটারম্যাথ ও মেঘদল
এ বছরের মৈত্রী কনসার্টে হেডলাইন ব্যান্ড হিসেবে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুটি ব্যান্ড আফটারম্যাথ ও মেঘদল। কনসার্টে আরও থাকছে বাংলাদেশের ব্যান্ড ‘এ কে রাহুল’। আরও পারফর্ম করবে ভারতের ‘কালপুরুষ’, ‘মিসিং লিঙ্ক’, ‘ব্লাড’ ‘ফায়ার ইন দ্য রোডেও’সহ বেশ কয়েকটি ব্যান্ড।
২২ ও ২৩ জুলাই ভারতের কলকাতার রবীন্দ্র ভবনে বসছে মৈত্রী কনসার্টের পঞ্চম আসর। দুই বাংলার ব্যান্ডগুলোর অংশগ্রহণে আয়োজিত আলোচিত এই কনসার্ট কয়েক বছর ধরে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে।
রক ব্যান্ড আফটারম্যাথের যাত্রা শুরু হয় ২০০৭ সালে। প্রথম গান ‘অস্পৃহ’ ২০০৮ সালে মুক্তি পেলেও আফটারম্যাথের প্রথম অ্যালবাম জেদ প্রকাশ পায় ২০২১ সালে। অ্যালবাম মুক্তির পর সারা দেশে ছড়িয়ে পড়ে আফটারম্যাথের গান। বাড়তে থাকে তাদের ভক্ত। দেশজুড়ে একের পর এক কনসার্টের ডাক আসে। ইতিমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আফটারম্যাথ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছে তারা। দেশের গণ্ডি পেরিয়ে আফটারম্যাথ এবার যাচ্ছে ভারতের মৈত্রী কনসার্টে।
মৈত্রী কনসার্টের প্রথম দিন মঞ্চে দেখা যাবে আফটারম্যাথকে। এই কনসার্টে অংশগ্রহণ করা নিয়ে বেশ আনন্দিত আফটারম্যাথের সদস্যরা। ভোকাল নাভিদ ইফতেখার চৌধুরী বলেন, ‘গত বছরও আমাদের মৈত্রী কনসার্টে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ভিসা–সংক্রান্ত জটিলতায় আমরা যেতে পারিনি। এ বছর আমাদের আবার আমন্ত্রণ করার জন্য আমরা জেননেক্সট গ্রুপ ও কলকাতার শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ।’
কনসার্টের দ্বিতীয় দিনের হেডলাইনার বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল। লম্বা বিরতির পর গত বছর থেকে নিয়মিত কনসার্টে ফিরেছে তারা। রাজধানীর অধিকাংশ কনসার্টের লাইনআপে দেখা যাচ্ছে মেঘদলের নাম। মেঘদলের কনসার্টে ফেরা তাদের ভক্তদের দিয়েছে স্বস্তি। ঢাকায় মেঘদলের কনসার্টে হলভর্তি দর্শক তারই প্রমাণ।
মৈত্রী কনসার্টে আফটারম্যাথের সঙ্গে ‘মোহ’ ও মেঘদলের সঙ্গে ‘এ হাওয়া’ গানে গলা মেলাতে প্রস্তুত দুই বাংলার শ্রোতারা।