জেমস বন্ডের মৃত্যু

জেমস বন্ডকে বৈশ্বিক জনপ্রিয়তা এনে দিয়েছিলেন শন কনারিছবি : টুইটার
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৩১ অক্টোবর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।

পুরো নাম টমাস শন কনারি। তবে সবাই তাঁকে চেনেন ‘জেমস বন্ড’ হিসেবে। ২০২০ সালের আজকের এই দিনে এই গুণী অভিনেতা মৃত্যুবরণ করেন।

বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক কিংবদন্তি শন কনারি। তিনি ছিলেন প্রথম অভিনেতা, যিনি আইকনিক ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করেছেন। জেমস বন্ড চরিত্রে অভিনয়ের কারণে রাতারাতি খ্যতি অর্জন করেন এই অভিনেতা। তাঁর মৃত্যুর মাধ্যমে চলচ্চিত্রজগতে এক স্বর্ণযুগের অবসান ঘটে।

শন কনারি ১৯৩০ সালের ২৫ আগস্ট স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। অর্থনৈতিক সমস্যার কারণে কনারির স্কুল অব্দি শেষ করার সুযোগ হয়নি। তবে ছোটবেলা থেকেই তাঁর ক্রীড়া ও শরীরচর্চায় আগ্রহ ছিল। এই আগ্রহ থেকেই একসময় তিনি বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে অভিনয়জগতে আসেন। প্রথমে থিয়েটার ও টেলিভিশনে ছোট ছোট চরিত্রে অভিনয় দিয়ে শুরু করলেও, পরবর্তী সময়ে তিনিই প্রথম জেমস বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এভাবে শন কনারি হয়ে ওঠেন হলিউড মেগাস্টার।

আরও পড়ুন