ইনফিনিটি স্টোন সংগ্রহে থানোস
নাম: থানোস | অভিনেতা: ডেমিয়েন পোটিয়ে, জস ব্রোলিন
থানোসের জন্ম টাইটানের রাজপরিবারে। গায়ের রং ও বিচিত্র অবয়বের জন্য ছোটবেলা থেকেই হেয় করে দেখা হতো তাকে। অতিরিক্ত জনসংখ্যার চাপে টাইটান যখন ধ্বংসের সীমায় দাঁড়ানো, তখন টাইটানের অর্ধেক জনসংখ্যাকে হত্যা করার প্রস্তাব দেয় সে। ভয়ংকর এই প্রস্তাব শুনে নির্বাসনে পাঠানো হয় থানোসকে। অন্যদিকে জনসংখ্যার চাপে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে টাইটান।
টাইটান ধ্বংসের পর থানোস বুঝতে পারে, ইউনিভার্সে সম্পদের পরিমাণ নির্দিষ্ট। এখানে অতিরিক্ত জনসখ্যার চাপ সামাল দেওয়া সম্ভব নয়। তাই ইউনিভার্সকে রক্ষা করতে তার জনসংখ্যাকে অর্ধেক করে ফেলাই একমাত্র সমাধান।
নিজের লক্ষ্য পূরণের জন্য ছয়টি ইনফিনিটি স্টোন আয়ত্বে নেওয়া শুরু করে থানোস। সে উদ্দেশে নিজের সন্তানকে উৎসর্গ করতেও দুইবার ভাবেনি সে। ছয়টি স্টোন সংগ্রহের পর এক তুড়িতে মহাবিশ্বের অর্ধেক প্রাণকে ধুলায় পরিণত করে সে। তারপর নির্জন এক গ্রহে অবসর কাটাতে শুরু করে থানোস। সেখানেই থরের হাতে মৃত্যু হয় তার।
টাইম ট্রাভেলের মাধ্যমে ২০২৩ সালে পৃথিবীতে ফেরত আসে ২০১৪ সালের থানোস। এবার অবশ্য অর্ধেক নয়, পুরো ইউনিভার্স ধ্বংসের লক্ষ্যে মাঠে নামে থানোস। কিন্তু আয়রন ম্যানের কাছে পরাজিত হতে হয় তাকে।