কবে আসবে এলিও

এলিও আসছে জুনের মাঝামাঝি

এলিও

পিক্সারের সৃজনশীল কাহিনি আর রঙিন অ্যানিমেশন সব সময়ই দর্শকদের মন ছুঁয়েছে। এবারও যে ব্যতিক্রম হবে না, সে আশা করতেই পারে পিক্সারপ্রেমীরা। আসছে ১৩ জুন মুক্তি পেতে যাচ্ছে এলিও। পরিচালক ডোমি শি পরিচালিত এই সিনেমার মূলে রয়েছে এলিও নামের এক শিশু। হঠাৎ একদিন অদ্ভুত এক ভুল–বোঝাবুঝির কারণে ছোট্ট এলিও ভিনগ্রহের এলিয়েনদের কাছে পৃথিবীর আন্তগ্যালাকটিক রাষ্ট্রদূত হয়ে ওঠে। তারপর ঘটে নানা ঘটনা। তার এই রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়েই তৈরি অ্যানিমেটেড চলচ্চিত্র এলিও। সিনেমায় এলিওর কণ্ঠে রয়েছেন ইয়োনাস কিব্রিয়াব এবং তার মায়ের কণ্ঠে রয়েছেন জো সালদানা।

দ্য উইচার: সাইরেনস অব দ্য ডিপ

আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলছে কাং হেই শুলের পরিচালনায় অ্যানিমেটেড সিনেমা দ্য উইচার: সাইরেন্স অব দ্য ডিপ। হেনরি ক্যাভিলের কণ্ঠে গেরাল্ট, আনিয়া চালোত্রার কণ্ঠে ইয়েনেফার এবং ফ্রেয়া অ্যালানের কণ্ঠে সিরি, সেই সঙ্গে অসাধারণ অ্যানিমেশন—সব মিলিয়ে চমৎকার একটি মুভি অপেক্ষা করছে তোমাদের জন্য। সিনেমায় গেরাল্টের অভিযান তাকে সাগরের গভীরে সাইরেনদের রহস্যময় এবং বিপজ্জনক এক জগতে নিয়ে যায়। সাইরেনদের প্রাচীন শক্তি এবং তাদের ছলনাময় প্রকৃতি গেরাল্টের সামনে নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ। চমৎকার ভিজ্যুয়াল অ্যাফেক্ট, ডার্ক ফ্যান্টাসির মনোমুগ্ধকর পরিবেশ এবং মনস্তাত্ত্বিক জটিলতা—সব মিলিয়ে উইচার ভক্তদের জন্য এটি একটি দারুণ উপহার হতে চলেছে।

আরও পড়ুন