সবচেয়ে বড় ডিম কিনে ফেলো ৫৪ লাখ টাকায়
পৃথিবীর সবচেয়ে বড় ডিমটা নিলামে উঠেছে। নিলামকারী প্রতিষ্ঠান (অকশন হাউস) ক্রিস্টিতে গেলে তুমিও অনলাইনে এই ডিম কিনতে পারবে।
ডিমটা কত বড় জানো! ১৫০টা মুরগির ডিমের সমান। লম্বায় ৩০.৫ সেন্টিমিটার। মানে প্রায় এক ফুট লম্বা।
এই ডিম এলিফ্যান্ট বার্ডের (Aepyronis maximus)। হাজার বছর আগে এই হাতি-পাখিরা ছিল মাদাগাস্কারে।
১৭ শতকে এই পাখি বিলুপ্ত হয়ে যায়। এরা উড়তে পারত না। এই পাখি ছিল ৩ মিটার লম্বা। মানে প্রায় ১০ ফুট লম্বা। আর এদের ওজন ১০০০ কেজি পর্যন্ত হতো। মানে প্রায় ১৪ জন মানুষের সমান ওজন ছিল একটা পাখির।
৪৫ হাজার ডলার, মানে প্রায় ৫৪ লাখ টাকা দিয়ে তুমিও এটা কিনতে পারো। তবে নিলামে তোমাকে সর্বোচ্চ দাম দিতে প্রস্তুত থাকতে হবে।
দ্বীপদেশ মাদাগাস্কারে আর কোনো এলিফ্যান্ট বার্ডের ডিম খুঁজে পাওয়া যায় না। ফলে এই ডিম এখন খুবই মূল্যবান হয়ে উঠেছে। মাদাগাস্কারে এই ডিম পাওয়া গেলে তা সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হয়।