ভিডিও গেম খেলার বিছানা

গেমপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে দ্য ড্রিফট নামের একটি গেমিং বিছানা তৈরি করেছে ড্রিমস নামের একটি প্রতিষ্ঠান। এই গেমিং বিছানায় এলইডি টেলিভিশন থেকে শুরু করে হেডফোন রাখারও আলাদা জায়গা আছে। গেমিং আবহ তৈরির জন্য বিছানার চারপাশে রাখা হয়েছে এলইডি আলোর ব্যবস্থা। গেম খেলতে খেলতে শুয়ে পড়লেও কোনো সমস্যা নেই। মাথার পাশেই হেডফোন রাখার স্ট্যান্ডসহ আছে নানা ধরনের ইউএসবি পোর্ট। খাটের সঙ্গেই আছে ৩২ ইঞ্চির টেলিভিশন। তাই শুয়েই অনায়েশে খেলা যাবে বড় পর্দার গেমগুলো। একা বা দলগতভাবে গেম খেলার জন্য তিনটি ভিন্ন আকারের বিছানা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তবে এই বিছানা কিনতে গেলে গুনতে হবে কমপক্ষে ২ লাখ ১২ হাজার টাকা।