রাতের আকাশের দিকে তাকালে কী দেখতে পাও?
পরিষ্কার রাতের আকাশে হাজার হাজার তারা দেখতে পারো। এমনকি দেখতে পারো দূরের কোনো গ্রহও। তবে যে বস্তুটি দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটি হলো চাঁদ, আমাদের প্রতিবেশী।
এ মুহূর্তে চাঁদকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে। ওখানে কোনো মানুষ নেই। তবে শিগগিরই আর্টেমিস মিশনে আবার চাঁদে যাবে মানুষ। অ্যাপোলো মিশনের প্রায় ৫০ বছর পর মানুষ আবার চাঁদে নামবে।