এক সংকলনে ২২টি কমিকস। ভাবা যায়! কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে প্রতিবাস্তব। বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট মেহেদী হক সম্পাদিত কমিকস সংকলন প্রতিবাস্তব প্রকাশিত হয়েছে গত ৬ সেপ্টেম্বর। ২৮০ পৃষ্ঠার ঢাউশ সংকলনটি প্রকাশ করেছে কমিকস প্রকাশনা সংস্থা ঢাকা কমিকস। কমিকসপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে দারুণ এক খবর।
ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে বাংলাদেশের কমিকস অঙ্গন। ছড়িয়ে–ছিটিয়ে বিভিন্ন জায়গায় কমিকস আঁকছেন শিল্পীরা। কমিকস লেখক ও শিল্পীদের দুই মলাটে নিয়ে আসাই প্রতিবাস্তব-এর উদ্দেশ্য। তবে শুধু কমিকসে সীমাবদ্ধ থাকেনি প্রতিবাস্তব। থাকছে বিখ্যাত দুজন কমিকস স্রষ্টা ডেভ গিবনস ও শঙ্খ ব্যানার্জির দীর্ঘ সাক্ষাৎকার। সঙ্গে আছে বাংলা কমিকসের ইতিহাস নিয়ে তথ্যবহুল একটি লেখাও।
নানা স্বাদের কমিকসের দারুণ এক মেলা প্রতিবাস্তব। ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে ঢাকা শহরে একলা একজন মানুষের গল্প যেমন আছে, তেমনি আছে গলির দুটো বিড়াল কিংবা ছোট্ট একটা কাকের বাচ্চার গল্পও।
দীর্ঘ এ সংকলনে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীবের গল্প নিয়ে কমিকস। কিশোর আলোর নিয়মিত লেখক-আঁকিয়ে মেহেদী হক, রোমেল বড়ুয়া, আসিফুর রহমান, সাঈফ মাহ্মুদ, রাকিব রাজ্জাক, আদনান মুকিত ও সিদ্দিক আহমেদের কমিকসও আছে এ সংকলনে। শিল্পী-লেখক সব মিলিয়ে ৩৪ জনের উপস্থিতি আছে প্রতিবাস্তব-এ।
প্রতিবাস্তব পাবে সব বড় বইয়ের দোকানেই। অনলাইনে কিনতে পারো রকমারি বা অন্যান্য অনলাইন বুকশপ থেকেও।